হোম > সারা দেশ > মানিকগঞ্জ

সাটুরিয়ায় গরুর হাটের হাসিল বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি

সাটুরিয়ার ঐতিহ্যবাহী হরগজ গরুর হাটের হাসিল বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন এলাকাবাসী ও গরু ব্যবসায়ীরা। ছবি: আজকের পত্রিকা

মানিকগঞ্জের সাটুরিয়ায় ঐতিহ্যবাহী হরগজ গরুর হাটের হাসিল বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন এলাকাবাসী ও গরু ব্যবসায়ীরা। রোববার সকাল ৭টার দিকে হরগজ বাজারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সাপ্তাহিক হাট হিসেবে প্রতি রোববার বসে এই গোহাট। দেশের বিভিন্ন প্রান্ত থেকে গরু ব্যবসায়ীরা এখানে আসেন। তবে সম্প্রতি প্রতি গরুতে হাসিল ২০০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা নির্ধারণ করায় অসন্তোষ দেখা দেয় ব্যবসায়ীদের মধ্যে।

প্রতিবাদ সভায় হরগজ ইউপির ৯ নম্বর ওয়ার্ড সদস্য মো. শহিদুল ইসলাম বলেন, ‘হাটের সুনাম ধরে রাখতে হাসিল ১৫০ টাকা নির্ধারণের জোর দাবি জানাচ্ছি।’

ডিশ ব্যবসায়ী মো. শহিদুল বলেন, ‘হঠাৎ করেই প্রতি গরুতে ১০০ টাকা করে বাড়িয়ে ৩০০ টাকা হাসিল করা হয়েছে, যা অযৌক্তিক। এতে হাটে গরু কম আসছে।’

নোয়াখালী থেকে আসা গরু ব্যবসায়ী ইদ্রিস আলী ব্যাপারী বলেন, ‘কম হাসিল হওয়ায় এই হাটে আসতাম। এখন যদি ৩০০ টাকা করতে হয়, তাহলে আর আসা যাবে না।’

এ বিষয়ে হরগজ শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও হাট পরিচালনা কমিটির সদস্য মুহাম্মদ বজলুর রহমান বলেন, ‘প্রাথমিকভাবে ৩০০ টাকা নির্ধারণ করা হলেও পরিচালনা পরিষদের সিদ্ধান্তে পুনরায় তা ২০০ টাকায় নামিয়ে আনা হয়েছে। এটি আজ রোববার থেকেই কার্যকর করা হচ্ছে।’

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: পলাতক পরিচালকের স্ত্রীসহ তিন নারী রিমান্ড শেষে কারাগারে

বাণিজ্য মেলায় থাকবে বিআরটিসির বাস সার্ভিস, উদ্বোধন দুই দিন পেছাল

রাজধানীর বসুন্ধরায় আইনজীবীকে পিটিয়ে হত্যা

রাজধানীর হাজারীবাগে যুবককে কুপিয়ে হত্যা

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন