জুলাই অভ্যুত্থানে শহীদদের মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভার আয়োজন করেছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সংগঠন ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এফডিইবি)।
শনিবার (১৯ জুলাই) রাজধানীর কাকরাইলে এফডিইবির কেন্দ্রীয় কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও আইডিইবির যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী আব্দুছ ছাত্তার শাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফডিইবির জেনারেল সেক্রেটারি ও আইডিইবির যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী জয়নুল আবেদীন, সহসভাপতি প্রকৌশলী মির্জা মিজানুর রহমান, সহসভাপতি প্রকৌশলী তৈয়বুর রহমান জাহাঙ্গীর, যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী আব্দুল বাতেন, প্রকৌশলী মাহবুবুর রহমান, প্রকৌশলী মোস্তফা কামাল, প্রকৌশলী ফজলুল হক, প্রকৌশলী আবুল হাশেম এবং বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী নেসার আহমেদ ভূঁইয়া।
আলোচনায় বক্তারা জুলাই আন্দোলনের শহীদদের রুহের মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনা করেন।