হোম > সারা দেশ > রাজবাড়ী

পাংশায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, কিশোর নিহত

রাজবাড়ী ও পাংশা প্রতিনিধি

নিহত কিশোর রাসেল মন্ডল। ছবি: সংগৃহীত

রাজবাড়ীর পাংশায় বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় রাসেল মণ্ডল (১৭) নামের এক কিশোর নিহত হয়েছে। এ সময় আহত হয় মোটরসাইকেলে থাকা আরও দুই কিশোর।

গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার যশাই ইউনিয়নের উদয়পুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাসেল মণ্ডল উপজেলার মৌরাট ইউনিয়নের খান্দুয়া গ্রামের বক্কার মণ্ডলের ছেলে। লেখাপড়া বাদ দিয়ে রাসেল বাবার সঙ্গে কৃষি কাজ করত।

আহতরা হলো মৌরাট ইউনিয়নের খান্দুয়া গ্রামের সোবাহান মণ্ডলের ছেলে ইমরান মণ্ডল (১৭) ও চর হরিণাডাঙ্গা গ্রামের রবিউল ইসলামের ছেলে রনি (১৭)। আহত ইমরান ও রনি পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

নিহত রাসেলের চাচা মো. রুবেল হোসেন জানান, রাসেল নতুন মোটরসাইকেল চালানো শিখেছে। বৃহস্পতিবার রাতে সে তার দুই বন্ধু ইমরান ও রনিকে সঙ্গে নিয়ে হাবাসপুরের দিকে ঘুরতে যাচ্ছিল। পথে উদয়পুর এলাকায় পৌঁছালে রাসেল মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে। মোটরসাইকেলের পেছনে বসা ইমরান ও রনিও ছিটকে পড়ে আহত হয়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। রাসেলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ফরিদপুরে নেওয়ার পথে মারা যায় রাসেল। ইমরান ও রনি বর্তমানে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন জানান, মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক কিশোর নিহত ও তার দুই বন্ধু আহত হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক