হোম > সারা দেশ > ফরিদপুর

ফরিদপুরে আবাসিক হোটেলে অভিযান, ১৬ নারী-পুরুষ আটক

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১০ জন নারীসহ ১৬ জনকে আটক করেছে কোতোয়ালি থানা-পুলিশ। আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে শহরের জনতা ব্যাংকের মোড়ে অবস্থিত নিউমার্কেট সংলগ্ন হোটেল গার্ডেন ভিউতে অভিযান চালানো হয়। এ সময় সকলকে হাতেনাতে আটক করে পুলিশ। এতে নেতৃত্ব দেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসানুজ্জামান হাসান। 

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে ১০ জন নারী, ৪ জন পুরুষ ও ২ জন স্টাফ। তারা ফরিদপুর ও রাজবাড়ী জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। এদের মধ্যে কলেজ পড়ুয়া শিক্ষার্থীরাও রয়েছে বলে পুলিশ জানিয়েছে। 

অভিযানের সময় দেখা যায়, শহরের নিউমার্কেট সংলগ্ন বহুতল ভবনের তৃতীয় তলায় অবস্থিত হোটেল গার্ডেন ভিউ। সেখানে ছোট ছোট ১০টি কক্ষে তৈরি করা হয়েছে থাকার ব্যবস্থা। যেখানে বাইরে থেকে বুঝার উপায় নেই যে আবাসিক হোটেল রয়েছে। আবাসিক হোটেলের নামে মালিকপক্ষ দীর্ঘদিন যাবৎ অসামাজিক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। 

অভিযানের একপর্যায়ে সেখানে উপস্থিত হন অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা। তিনি সাংবাদিকদের বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পেরেছি এখানে দীর্ঘদিন যাবৎ অসামাজিক কর্মকান্ড চলে আসছে। সেই তথ্যের ভিত্তিতে আজ অভিযান চালানো হয়। আটককৃতদের বিরুদ্ধে এবং হোটেল মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ 

তিনি আরও বলেন, যেসব হোটেলে অসামাজিক কর্মকাণ্ড চলবে, সেখানেই আমাদের অভিযান চলবে। ইতিমধ্যে আমরা পুলিশ সুপারের নির্দেশে অভিযান শুরু করেছি। ইতিপূর্বেও কয়েকটি হোটেলে অভিযান করেছি এবং অভিযান অব্যাহত থাকবে।

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

রাজধানীর ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে শিক্ষার্থীদের অবরোধ, যান চলাচল বন্ধ

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু