হোম > সারা দেশ > ফরিদপুর

ফরিদপুরে আবাসিক হোটেলে অভিযান, ১৬ নারী-পুরুষ আটক

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১০ জন নারীসহ ১৬ জনকে আটক করেছে কোতোয়ালি থানা-পুলিশ। আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে শহরের জনতা ব্যাংকের মোড়ে অবস্থিত নিউমার্কেট সংলগ্ন হোটেল গার্ডেন ভিউতে অভিযান চালানো হয়। এ সময় সকলকে হাতেনাতে আটক করে পুলিশ। এতে নেতৃত্ব দেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসানুজ্জামান হাসান। 

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে ১০ জন নারী, ৪ জন পুরুষ ও ২ জন স্টাফ। তারা ফরিদপুর ও রাজবাড়ী জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। এদের মধ্যে কলেজ পড়ুয়া শিক্ষার্থীরাও রয়েছে বলে পুলিশ জানিয়েছে। 

অভিযানের সময় দেখা যায়, শহরের নিউমার্কেট সংলগ্ন বহুতল ভবনের তৃতীয় তলায় অবস্থিত হোটেল গার্ডেন ভিউ। সেখানে ছোট ছোট ১০টি কক্ষে তৈরি করা হয়েছে থাকার ব্যবস্থা। যেখানে বাইরে থেকে বুঝার উপায় নেই যে আবাসিক হোটেল রয়েছে। আবাসিক হোটেলের নামে মালিকপক্ষ দীর্ঘদিন যাবৎ অসামাজিক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। 

অভিযানের একপর্যায়ে সেখানে উপস্থিত হন অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা। তিনি সাংবাদিকদের বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পেরেছি এখানে দীর্ঘদিন যাবৎ অসামাজিক কর্মকান্ড চলে আসছে। সেই তথ্যের ভিত্তিতে আজ অভিযান চালানো হয়। আটককৃতদের বিরুদ্ধে এবং হোটেল মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ 

তিনি আরও বলেন, যেসব হোটেলে অসামাজিক কর্মকাণ্ড চলবে, সেখানেই আমাদের অভিযান চলবে। ইতিমধ্যে আমরা পুলিশ সুপারের নির্দেশে অভিযান শুরু করেছি। ইতিপূর্বেও কয়েকটি হোটেলে অভিযান করেছি এবং অভিযান অব্যাহত থাকবে।

ফাতেমা এবার জাইমা রহমানের ছায়াসঙ্গী!

বাকি আছে ২২ দিন, এর মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ

সাভারে নিজ বাড়িতে ব্যবসায়ীর দুই চোখ ওপড়ানো লাশ

বিটিআরসি ভবনে হামলার মামলায় ৪৫ আসামি কারাগারে

বিটিআরসি ভবনে হামলায় ৫৫ জনের নামে মামলা

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগে ইনকিলাব মঞ্চ

রাজধানীতে বাসা থেকে নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্বামীর দাবি—আত্মহত্যা

ঘন কুয়াশায় শাহজালালে নামতে না পেরে চট্টগ্রাম-কলকাতা-ব্যাংককে গেল ৯ ফ্লাইট

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি