হোম > সারা দেশ > গাজীপুর

কাপাসিয়ায় বিএনপি নেতা-কর্মীদের ওপর আওয়ামী লীগের হামলার অভিযোগ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিদ্যুতের মূল্য কমানোসহ ১০ দফা দাবিতে গাজীপুরের কাপাসিয়ায় বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। এ সময় আওয়ামী লীগের নেতা-কর্মীরা মিছিল নিয়ে সেখানে হাজির হলে পুলিশ দুই পক্ষকেই ছত্রভঙ্গ করে দেয়। পরে বিএনপির নেতা-কর্মীদের ওপর আওয়ামী লীগের নেতা-কর্মীরা হামলা করেন বলে অভিযোগ করা হয়। তাতে দলটির চার নেতা-কর্মী আহত হয়েছেন।

আজ সোমবার সকাল ১০টার দিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহ রিয়াজুল হান্নানের নেতৃত্বে এই কর্মসূচির আয়োজন করা হয়। 

বিএনপির দলীয় সূত্র জানিয়েছে, সকালে দলের অস্থায়ী কার্যালয় উপজেলার সাফাইশ্রীতে জড়ো হন বিএনপির নেতা-কর্মীরা। অন্যদিকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপজেলা শহরের দলীয় কার্যালয় থেকে মিছিল নিয়ে সাফাইশ্রী মোড়ে আসে। এ সময় দুই পক্ষ মুখোমুখি হলে পুলিশ ছত্রভঙ্গ করে দেয়। 

এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজুল হান্নান পুলিশের সহায়তায় ঢাকার উদ্দেশে অস্থায়ী কার্যালয় ত্যাগ করেন। অভিযোগ রয়েছে, দলীয় কার্যালয় ছেড়ে চলে যাওয়ার সময় উপজেলা পরিষদের সামনে গেলে বিএনপির নেতা-কর্মীদের ওপর আওয়ামী লীগের নেতা-কর্মীরা হামলা চালান। তাতে অন্তত চারজন আহত হয়। 

আহত নেতা-কর্মীরা হলেন উপজেলার দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মো. মাসুদ হোসেন, সনমানিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল ইসলাম, মো. ফারুক ও মো. হারুন। 

এ বিষয়ে গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহ রিয়াজুল হান্নান বলেন, ‘কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে কাপাসিয়া উপজেলা সদরের সাফাইশ্রীর দলীয় কার্যালয় কর্মসূচি পালন করা হচ্ছিল। এ সময় পুলিশি বাধায় তা পণ্ড হয়ে যায়। পরে দলের নেতা-কর্মীরা সভাস্থল চলে যাওয়ার পথে সরকারের লাঠিয়াল বাহিনীর হাতে আমাদের চার নেতা-কর্মী আহত হয়।’ 

শাহ রিয়াজুল হান্নান আরও বলেন, ‘দেশের জনসাধারণের স্বার্থ রক্ষার্থে আমাদের এই কর্মসূচি ছিল। সরকার মুখে মুখে বলে যে মিটিং-মিছিলে কোনো বাধা দেবে না। কিন্তু তারা এ রকম জনবান্ধব কর্মসূচিতে পুলিশ ও আওয়ামী লীগের লাঠিয়াল বাহিনী ব্যবহার করে বাধা দিচ্ছে। আমি এই সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই।’ 

তবে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাজহারুল ইসলাম সেলিম বলেন, ‘আমাদের নেতা-কর্মীদের সঙ্গে বিএনপির কোনো নেতা-কর্মীর দেখা হয়নি। হামলার ঘটনা ঘটে থাকলে তা তাদের দলীয় কোন্দলে ঘটেছে।’ 

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বলেন, ‘বিক্ষোভ মিছিল করতে চাইলে পুলিশ দেখে বিএনপির নেতা-কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। কোনো হামলা বা মারামারির ঘটনা ঘটেনি। এ ধরনের কোনো অভিযোগও থানায় কেউ করেনি।’

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু