হোম > সারা দেশ > ফরিদপুর

বোয়ালমারীতে পুলিশের কাছে দেশি অস্ত্র জমা দিলেন বিবাদমান ২ পক্ষ

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের গোহাইলবাড়ি ও চরদৈতরকাঠি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পরস্পর বিরোধী দুটি পক্ষের মধ্যে সংঘাত চলে আসছিল। গতকাল রোববার বিকেলে এ দ্বন্দ্ব নিরসনে থানা–পুলিশের আহ্বানে সাড়া দিয়ে উভয় পক্ষ নিজ নিজ হেফাজতে থাকা দেশি অস্ত্র আনুষ্ঠানিকভাবে পুলিশের কাছে জমা দিয়েছে।

থানা সূত্রে জানা যায়, স্থানীয় গোহাইলবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে অস্ত্র জমাদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন থানার পরিদর্শক (তদন্ত) মো. সালাউদ্দিন। ইউপি সদস্য মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. মোস্তফা জামান সিদ্দিকী, আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক সরোজ কর, থানার উপপরিদর্শক মো. কাজী আবুল বাসার, স্কুলশিক্ষক আবুয়াল হেলাল, মো. আরিফুর রহমান প্রমুখ।

ফরিদপুর থানার এসআই কাজী আবুল বাসার বলেন, গোহাইলবাড়ি গ্রামের মো. মোস্তফা জামান সিদ্দিকী ও আরিফুর রহমান পক্ষ ওই সভায় পরস্পরের বিরুদ্ধে ভবিষ্যতে দ্বন্দ্ব সংঘাতে না জড়ানোর অঙ্গীকার করেন। এ সময় উভয় পক্ষের হেফাজতে থাকা মোট আটটি ঢাল, চারটি লোহার সড়কি ও একটি বল্লম পুলিশের কাছে জমা দেয়। দেশি অস্ত্র উদ্ধারের ঘটনায় ওই রাতেই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। 

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির