হোম > সারা দেশ > ফরিদপুর

বোয়ালমারীতে পুলিশের কাছে দেশি অস্ত্র জমা দিলেন বিবাদমান ২ পক্ষ

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের গোহাইলবাড়ি ও চরদৈতরকাঠি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পরস্পর বিরোধী দুটি পক্ষের মধ্যে সংঘাত চলে আসছিল। গতকাল রোববার বিকেলে এ দ্বন্দ্ব নিরসনে থানা–পুলিশের আহ্বানে সাড়া দিয়ে উভয় পক্ষ নিজ নিজ হেফাজতে থাকা দেশি অস্ত্র আনুষ্ঠানিকভাবে পুলিশের কাছে জমা দিয়েছে।

থানা সূত্রে জানা যায়, স্থানীয় গোহাইলবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে অস্ত্র জমাদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন থানার পরিদর্শক (তদন্ত) মো. সালাউদ্দিন। ইউপি সদস্য মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. মোস্তফা জামান সিদ্দিকী, আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক সরোজ কর, থানার উপপরিদর্শক মো. কাজী আবুল বাসার, স্কুলশিক্ষক আবুয়াল হেলাল, মো. আরিফুর রহমান প্রমুখ।

ফরিদপুর থানার এসআই কাজী আবুল বাসার বলেন, গোহাইলবাড়ি গ্রামের মো. মোস্তফা জামান সিদ্দিকী ও আরিফুর রহমান পক্ষ ওই সভায় পরস্পরের বিরুদ্ধে ভবিষ্যতে দ্বন্দ্ব সংঘাতে না জড়ানোর অঙ্গীকার করেন। এ সময় উভয় পক্ষের হেফাজতে থাকা মোট আটটি ঢাল, চারটি লোহার সড়কি ও একটি বল্লম পুলিশের কাছে জমা দেয়। দেশি অস্ত্র উদ্ধারের ঘটনায় ওই রাতেই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। 

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ