হোম > সারা দেশ > ঢাকা

আওয়ামী লীগের প্রত্যেকটি অপকর্মের বিচার হবে: ইকবাল মাহমুদ টুকু

সিরাজগঞ্জ প্রতিনিধি  

সভায় বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবি: আজকের পত্রিকা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আওয়ামী লীগ যে অপকর্ম করেছে, প্রত্যেকটি অপকর্মের বিচার এই বাংলার মাটিতেই হবে। কেউ ঠেকাতে পারবে না। দেশের টাকা বিদেশে পাচার করেছে। দেশকে শ্মশান বানিয়ে ফেলেছে।

আজ রোববার দুপুরে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

টুকু বলেন, আওয়ামী লীগকে বিপদে ফেলে তিনি বিদেশে পালিয়েছেন। এ দেশ যারা শাসনভার দায়িত্ব নেবেন, তাঁদের দেশ চালানো কঠিন হবে। শেখ হাসিনা বাংলাদেশের মানুষের প্রতি প্রতিহিংসার প্রতিশোধ নিয়েছেন। দীর্ঘ ১৬ বছর আমরা ছিলাম নির্যাতিত, নিষ্পেষিত। বাংলাদেশের মানুষ ছিল একটা কারাগারের মধ্যে। কেউ সত্যিকার কারাগারে, কেউ উন্মুক্ত কারাগারে বন্দী ছিলেন। কারও কথা বলার কোনো অধিকার ছিল না। বিচার না পাওয়ার সংস্কৃতি চালু হয়েছিল।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, আওয়ামী লীগে লক্ষকোটি টাকা লুট করে বিদেশে পাচার করেছে। এই লুটের পরিমাণ এত বড় যে এই টাকায় ১০০টি পদ্মা সেতু নির্মাণ করা যেত। তার লুটের এই পুরো টাকা ছিল ঋণ করা। যে ঋণ শত বছরব্যাপী পরিশোধ করতে হবে বাংলাদেশের মানুষকে।

কামারখন্দ উপজেলার কোনাবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির সভাপতি বদিউজ্জামান ফেরদৌসের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি রোমানা মাহমুদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস প্রমুখ।

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক