হোম > সারা দেশ > ঢাকা

আদেশ জালিয়াতি: দুপচাঁচিয়া পৌর মেয়রের জামিন স্থগিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আদেশ জালিয়াতির অভিযোগে করা মামলায় বগুড়ার দুপচাঁচিয়া পৌর মেয়র মো. জাহাঙ্গীর আলমকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করা হয়েছে। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. আশফাকুল ইসলাম এ আদেশ দেন। দুদকের আইনজীবী মো. খুরশীদ আলম খান বলেন, ‘২৭ মার্চ দিন বিষয়টি চেম্বার আদালতে আবারও শুনানি হবে।’

জানা গেছে, ২০০৭ সালে তৎকালীন পৌর চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে দুদকে অর্থ আত্মসাতের অভিযোগ করা হয়। সেই অভিযোগ অনুসন্ধান করে সত্যতা পাওয়ায় পৌর চেয়ারম্যান (পরে মেয়র) জাহাঙ্গীর ও পৌরসচিব কার্তিকের বিরুদ্ধে দুদক মামলা করে। ওই মামলার বিচার চলা অবস্থায় আসামি জাহাঙ্গীর ও কার্তিকের পক্ষে আদালতে একটি স্থগিতাদেশ জমা দেওয়া হয়।

সেখানে দেখানো হয়, হাইকোর্ট ওই মামলা স্থগিত করেছেন। অনুসন্ধান করে জানা যায় উচ্চ আদালতের অন্য একটি মামলার নম্বর ব্যবহার করে জালিয়াতির মাধ্যমে ভুয়া স্থগিতাদেশ বগুড়ার আদালতে দাখিল করা হয়েছে।

জালিয়াতির বিষয়টি নজরে আসায় হাইকোর্টের নির্দেশে মেয়রসহ তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়। তদন্ত শেষে গত বছর দুদক তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়। এদিকে মামলার পর থেকে আত্মগোপনে থাকা মেয়র জাহাঙ্গীর ৭ মার্চ আত্মসমর্পণ করলে তাঁকে কারাগারে পাঠান বগুড়ার সিনিয়র স্পেশাল জজ আদালত। বগুড়ার আদালতে জামিন না পেয়ে হাইকোর্টে আবেদন করলে ২১ মার্চ তা মঞ্জুর হয়। পরে জামিনাদেশ স্থগিত চেয়ে দুদক আপিল বিভাগে আবেদন করে।

উত্তরায় নিরাপত্তাকর্মীর ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার

মসজিদভিত্তিক শিক্ষা প্রকল্পের কর্মকর্তা রাশেদুলের ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাভার পৌর কমিউনিটি সেন্টারে পাঁচ মাসে মিলল ৫ লাশ, শনাক্ত হয়নি, গ্রেপ্তারও নেই

ডাকসুর কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণ ও ‘ইউরেনিয়াম’ স্লোগান নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া

তালাকপ্রাপ্ত স্ত্রীকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম, ফোনে আবার হত্যার হুমকি

রাজধানীর গুলশানে ঘর থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট