হোম > সারা দেশ > ঢাকা

আদেশ জালিয়াতি: দুপচাঁচিয়া পৌর মেয়রের জামিন স্থগিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আদেশ জালিয়াতির অভিযোগে করা মামলায় বগুড়ার দুপচাঁচিয়া পৌর মেয়র মো. জাহাঙ্গীর আলমকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করা হয়েছে। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. আশফাকুল ইসলাম এ আদেশ দেন। দুদকের আইনজীবী মো. খুরশীদ আলম খান বলেন, ‘২৭ মার্চ দিন বিষয়টি চেম্বার আদালতে আবারও শুনানি হবে।’

জানা গেছে, ২০০৭ সালে তৎকালীন পৌর চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে দুদকে অর্থ আত্মসাতের অভিযোগ করা হয়। সেই অভিযোগ অনুসন্ধান করে সত্যতা পাওয়ায় পৌর চেয়ারম্যান (পরে মেয়র) জাহাঙ্গীর ও পৌরসচিব কার্তিকের বিরুদ্ধে দুদক মামলা করে। ওই মামলার বিচার চলা অবস্থায় আসামি জাহাঙ্গীর ও কার্তিকের পক্ষে আদালতে একটি স্থগিতাদেশ জমা দেওয়া হয়।

সেখানে দেখানো হয়, হাইকোর্ট ওই মামলা স্থগিত করেছেন। অনুসন্ধান করে জানা যায় উচ্চ আদালতের অন্য একটি মামলার নম্বর ব্যবহার করে জালিয়াতির মাধ্যমে ভুয়া স্থগিতাদেশ বগুড়ার আদালতে দাখিল করা হয়েছে।

জালিয়াতির বিষয়টি নজরে আসায় হাইকোর্টের নির্দেশে মেয়রসহ তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়। তদন্ত শেষে গত বছর দুদক তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়। এদিকে মামলার পর থেকে আত্মগোপনে থাকা মেয়র জাহাঙ্গীর ৭ মার্চ আত্মসমর্পণ করলে তাঁকে কারাগারে পাঠান বগুড়ার সিনিয়র স্পেশাল জজ আদালত। বগুড়ার আদালতে জামিন না পেয়ে হাইকোর্টে আবেদন করলে ২১ মার্চ তা মঞ্জুর হয়। পরে জামিনাদেশ স্থগিত চেয়ে দুদক আপিল বিভাগে আবেদন করে।

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট