হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে সড়ক–ফুটপাতের ৩০০ অবৈধ দোকান উচ্ছেদ

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ পৌর শহরের বিভিন্ন সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা প্রায় ৩০০ দোকান উচ্ছেদ করেছে প্রশাসন। গত ৮ জানুয়ারি থেকে আজ সোমবার পর্যন্ত জেলা পুলিশের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। 

পৌরবাসী বলছেন, হকারদের উচ্ছেদ করায় শহরে যানজট কম আসবে। তবে হকার ও নিম্ন আয়ের মানুষদের কথা বিবেচনা করে হলিডে মার্কেটের জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন তাঁরা। 

জেলা শহরের বাসিন্দা শায়ের বলেন, শহরে যানজটের কারণে ব্যাপক ভোগান্তির সৃষ্টি হয়। যানজটের অন্যতম কারণ হলো সড়ক ও ফুটপাত দখল করে হকারদের ব্যবসা। দিনের বেলায় যানজট পেরিয়ে গাইটাল এলাকা থেকে সৈয়দ নজরুল ইসলাম হাসপাতালে যেতে সময় লাগে দেড় ঘন্টা। অথচ যানজট না থাকলে ওই পথে যেতে সময় লাগে ২০ মিনিট। এসব দোকানপাট উচ্ছেদের কারণে যদি এখন একটু স্বস্তি পাওয়া যায়। 

শহিদুল ইসলাম বলেন, ‘নিম্নবিত্ত ও নিম্নমধ্যবিত্ত মানুষেরা এবং হকারেরা যেন উপকৃত হয় সেজন্য একটা হলিডে মার্কেট প্রয়োজন পৌর শহরে। এটা আমাদের দাবি। এতে করে উচ্ছেদকৃত হকারদেরও কর্মসংস্থান সৃষ্টি হবে।’ 

স্থানীয় সূত্র জানায়, শহরের একটি প্রভাবশালী চক্র গৌরাঙ্গ বাজার, একরামপুর ব্রিজ, তেরি পট্টি, পুরানথানা-বড়বাজার সংযোগ ব্রিজের সড়ক ও ফুটপাত দখল করে প্রত্যেক হকারের কাছ থেকে ৮০ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত জামানত নিয়ে দোকান ভাড়া দিত। ভাড়া বাবদ প্রতিদিন হকারদের কাছ থেকে ২০০ টাকা করে নিত ওই চক্রটি। 

উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা। তিনি আজকের পত্রিকাকে বলেন, গত এক সপ্তাহে শহরের বিভিন্ন সড়ক ও ফুটপাতের প্রায় ৩০০ দোকান উচ্ছেদ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে। 

সমন্বয় সমাজকল্যাণ সংস্থার সভাপতি এ এম ওবায়েদ বলেন, ‘উচ্ছেদ অভিযান পরিচালনার জন্য প্রশাসনের সবাইকে সাধুবাদ জানাই। পাশাপাশি ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদ অভিযান নিয়মিত পরিচালনা করতে হবে। এছাড়া উচ্ছেদকৃত হকার ও নিম্ন এবং নিম্নমধ্যবিত্ত মানুষেররা যেন ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য হলিডে মার্কেটের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।’ 

কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মো. পারভেজ মিয়া বলেন, হলিডে মার্কেট করার পরিকল্পনা আছে। হলিডে মার্কেট হলে খুব কম টাকায় নিম্ন ও নিম্নমধ্যবিত্তরা তাদের দৈনিক ব্যবহার্য জিনিসপত্র কেনাকাটা করতে পারবেন। 

কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ বলেন, শহরকে যানজট মুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। এতে করে শহরের সৌন্দর্যও বৃদ্ধি পাবে। জেলা পুলিশ যানজট নিরসনে তার সার্মথ্যের সবটুকু দিবে।

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক