ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার মৌচাক বাসস্ট্যান্ড এলাকায় গতকাল শুক্রবার রাতে একটি ট্রাক অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন অটোরিকশা চালক নবাব আলী (৪০) এবং জয়নাল হোসেন (৩৫)। এ ঘটনায় আজ শনিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রবিউল ইসলাম (২৬) নামের আরও একজন মারা গেছেন। এ নিয়ে এই দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়াল।
নিহত নবাব আলী বগুড়ার সদর এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় মৌচাক এলাকার আনু ফকিরের বাসায় ভাড়া থাকতেন। পেশায় তিনি অটোরিকশা চালক ছিলেন। জয়নাল আবেদীন ছিলেন মৌচাক হাইড্রোক্সাইড কারখানার লিংকিং অপারেটর। আর রবিউল ইসলাম ছিলেন পোশাক কারখানার শ্রমিক।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাত পৌনে আটটার দিকে চন্দ্রা ত্রিমোড় এলাকা থেকে গাজীপুরের দিকে যাওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক মৌচাক বাসস্টেশন এলাকায় দাঁড়িয়ে থাকা কয়েকটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুজন নিহত হন এবং কমপক্ষে ১০ জন আহত হন।
সালনা কোনাবাড়ী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর গোলাম ফারুক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।