হোম > সারা দেশ > ঢাকা

হঠাৎ ট্রেন বন্ধে ভোগান্তিতে যাত্রীরা 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বেতন-ভাতার (মাইলেজ) দাবিতে আজ বুধবার সকাল থেকেই কর্মবিরতির ঘোষণা দিয়েছে বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতি। ফলে সকাল থেকেই সারা দেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ট্রেন না চলায় স্টেশনে এসে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। কিন্তু ট্রেন না চলায় যারা টিকিট কেটেছিলেন তাঁদের টাকা ফেরত দিচ্ছে রেলওয়ে। 

সরেজমিনে কমলাপুর রেলস্টেশন ঘুরে দেখা গেছে, আজ সকাল ১০টা পর্যন্ত কোনো ট্রেন কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে যায়নি। প্রতিটি প্ল্যাটফর্মে রয়েছে যাত্রীদের ভিড়। প্রতিটি প্ল্যাটফর্মে যাত্রীরা ব্যাগ নিয়ে অপেক্ষা করছেন। কেউ কেউ আবার উপায় না পেয়ে বাসায় ফিরে যাচ্ছেন।  সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে শিশু ও নারী যাত্রীরা। 

ঢাকা থেকে রংপুরে যাওয়ার জন্য কমলাপুর রেলস্টেশনে এসেছিলেন মরিয়ম জাহান মলি। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘রংপুরে যাওয়ার জন্য যথাসময়ে কামলাপুর রেলস্টেশনে আসি। রেলওয়ের পক্ষ থেকে বলা হয়েছে, আজ কোনো ট্রেনই চলবে না। হঠাৎ এই সিদ্ধান্ত হওয়ায় ভোগান্তিতে পড়েছি। ফলে লাগেজ নিয়ে এখন বাসে যাওয়ার জন্য চিন্তাভাবনা করছি।’ 

সাইফুল ইসলাম নামে অপর যাত্রী বলেন, ‘ময়মনসিংহে যাওয়ার জন্য কষ্ট করে দুই দিন আগে অনলাইনে ট্রেনের টিকিট কেটেছিলাম। কিন্তু ট্রেন না চলায় জরুরি কাজে যেতে পারছি না। বিষয়টি আগে ঘোষণা দিলে স্টেশনে এসে ভোগান্তিতে পড়তে হতো না। 

সার্বিক বিষয়ে জানতে চাইলে কমলাপুর রেলস্টেশনের স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার আজকের পত্রিকাকে বলেন, সকাল থেকে ১৭টি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে রেলের রানিং স্টাফদের মিটিং চলছে। 

স্টেশন ম্যানেজার আরও বলেন, যেসব ট্রেনের যাত্রা বাতিল হয়েছে, সেসব ট্রেনের টিকিটের টাকা ফেরত দেওয়া হচ্ছে।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট