হোম > সারা দেশ > ঢাকা

২৬ বছর পর গ্রেপ্তার হত্যা মামলার পলাতক আসামি

  নিজস্ব প্রতিবেদক, ঢাকা 

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে অভিযান চালিয়ে সুলতান আহাম্মদ (৮৩) নামের হত্যা মামলার সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার তাঁকে গ্রেপ্তার করে চট্টগ্রাম রাউজান থানার পুলিশ। তিনি রাউজান উপজেলার পশ্চিম গহিরা এলাকার মৃত লাল মিয়ার ছেলে। 

গ্রেপ্তার সুলতান ১৯৯৬ সালে চট্টগ্রামের রাউজান থানার একটি হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। 

আজ মঙ্গলবার দুপুরে আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন জাতীয় জরুরি সেবার পরিদর্শক আনোয়ার সাত্তার। 

জাতীয় জরুরি সেবার পরিদর্শক আনোয়ার সাত্তার জানান, গতকাল সোমবার সন্ধ্যায় চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়া লামবাজার থেকে ৯৯৯ নম্বরে কল করে আসামির বিষয়ে তথ্য জানান এক ব্যক্তি। কনস্টেবল জয় বিশ্বাস কলটি রিসিভ করেন। তিনি তাৎক্ষণিকভাবে রাউজান থানায় বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে রাউজান থানার উপপরিদর্শক (এসআই) সুজনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। অভিযানে রাউজান থানার মামলা নম্বর ১৭ (১১) ৯৬-এর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি সুলতান আহাম্মদকে (৮৩) গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার আসামির বরাতে আনোয়ার সাত্তার আরও জানান, বিভিন্ন কৌশলে দীর্ঘ ২৬ বছর আইনের হাত থেকে পালিয়ে ছিলেন তিনি। কিন্তু শেষ রক্ষা হলো না। জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে একজন কলারের ফোন কলে চট্টগ্রামের রাউজান থানার অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধে ভোগান্তি

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব