হোম > সারা দেশ > ঢাকা

২৬ বছর পর গ্রেপ্তার হত্যা মামলার পলাতক আসামি

  নিজস্ব প্রতিবেদক, ঢাকা 

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে অভিযান চালিয়ে সুলতান আহাম্মদ (৮৩) নামের হত্যা মামলার সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার তাঁকে গ্রেপ্তার করে চট্টগ্রাম রাউজান থানার পুলিশ। তিনি রাউজান উপজেলার পশ্চিম গহিরা এলাকার মৃত লাল মিয়ার ছেলে। 

গ্রেপ্তার সুলতান ১৯৯৬ সালে চট্টগ্রামের রাউজান থানার একটি হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। 

আজ মঙ্গলবার দুপুরে আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন জাতীয় জরুরি সেবার পরিদর্শক আনোয়ার সাত্তার। 

জাতীয় জরুরি সেবার পরিদর্শক আনোয়ার সাত্তার জানান, গতকাল সোমবার সন্ধ্যায় চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়া লামবাজার থেকে ৯৯৯ নম্বরে কল করে আসামির বিষয়ে তথ্য জানান এক ব্যক্তি। কনস্টেবল জয় বিশ্বাস কলটি রিসিভ করেন। তিনি তাৎক্ষণিকভাবে রাউজান থানায় বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে রাউজান থানার উপপরিদর্শক (এসআই) সুজনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। অভিযানে রাউজান থানার মামলা নম্বর ১৭ (১১) ৯৬-এর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি সুলতান আহাম্মদকে (৮৩) গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার আসামির বরাতে আনোয়ার সাত্তার আরও জানান, বিভিন্ন কৌশলে দীর্ঘ ২৬ বছর আইনের হাত থেকে পালিয়ে ছিলেন তিনি। কিন্তু শেষ রক্ষা হলো না। জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে একজন কলারের ফোন কলে চট্টগ্রামের রাউজান থানার অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ডেমরায় ডিবি পরিচয়ে অপহরণচেষ্টাকালে আটক ৩

কেরানীগঞ্জে মাদ্রাসা ভবনে বিস্ফোরণ, শিশুসহ আহত ৪

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সহযোগিতার অভিযোগে গ্রেপ্তার দুজন কারাগারে

গুলিস্তানের ভবনটিতে ফায়ার হাইড্রেন্ট না থাকায় আগুন নিয়ন্ত্রণে দেড় ঘণ্টা লাগে: ফায়ার সার্ভিস

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগে অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা ইনকিলাব মঞ্চের

দীপু দাসের হত্যাকারীদের শাস্তি না দিলে ভোট বর্জনের হুঁশিয়ারি হিন্দু মহাজোটের

৩০০ ফুট থেকে ১৪৮ টন বর্জ্য অপসারণ করেছে ডিএনসিসি

দেড় ঘণ্টার চেষ্টায় গুলিস্তানে বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণে

গুলিস্তানে বাণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৯টি ইউনিট

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ