হোম > সারা দেশ > নরসিংদী

নরসিংদীর ঘটনা মৌলবাদী মানসিকতার ইঙ্গিত দেয়: মহিলা পরিষদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নরসিংদী রেলওয়ে স্টেশনে পোশাকের কারণে তরুণীকে হেনস্তার ঘটনা মৌলবাদী মানসিকতার ইঙ্গিত দেয় বলে মনে করছে বাংলাদেশ মহিলা পরিষদ। এই ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে অভিযুক্তদের উপযুক্ত শাস্তির দাবিও জানিয়েছে সংগঠনটি। আজ রোববার দুপুরে মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম এবং সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়। 

বিবৃতিতে বলা হয়, একবিংশ শতাব্দীতে এসে কোনো স্বাধীন দেশের নারীকে পোশাকের জন্য হেনস্তা হওয়ার বিষয়টি ন্যক্কারজনক এবং লজ্জাজনক। এই ঘটনা আমাদের মৌলবাদী মানসিকতারই ইঙ্গিতই দেয়। 

স্বাধীনতার ৫২ বছর পরে স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্রে রেলস্টেশনের মতো জনবহুল একটি স্থানে নারীর পোশাককে কেন্দ্র করে এই ধরনের ঘটনা নারীর প্রতি সমাজের দৃষ্টিভঙ্গির প্রতিফলন বলে উল্লেখ করা হয় বিবৃতিতে। এতে বলা হয়, আমরা মনে করি, এ ধরনের ঘটনা বাংলার আবহমানকালের জাতি ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সব নারী স্বাধীনভাবে চলাচলের অধিকার ও নারীর সাজ এবং পোশাকের অধিকারকে বাধাগ্রস্ত করার অপপ্রয়াস। 

বিবৃতিতে আরও বলা হয়, নারীর পোশাক পরিধান ও নারীর স্বাধীনভাবে চলাচলের অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তা ছাড়া আমরা মনে করি, সমাজের মধ্যে বসবাসকারী নারীবিদ্বেষী ধর্মীয় মৌলবাদ গোষ্ঠীর এই ধরনের কর্মকাণ্ড সম্মিলিতভাবে এখনই প্রতিহত করা দরকার। 

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট