হোম > সারা দেশ > মানিকগঞ্জ

শিবালয়ে আমগাছ থেকে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের শিবালয়ে আমগাছ থেকে আমেনা আক্তার (২৬) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার উপজেলার উলাইল নীলগ্রামে এই ঘটনা ঘটে। নিহতের পরিবারের দাবি গৃহবধূকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। 

লাশ উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. হানিফ শেখ। তিনি বলেন, ‘আম গাছ থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’ 

নিহত আমেনা শিবালয় উপজেলার গোয়ালখালী গ্রামের আক্কাস আলীর মেয়ে। প্রায় দুই বছর আগে নীল গ্রামের মজিবুরের সঙ্গে পারিবারিকভাবে আমেনার বিয়ে হয়। 

আক্কাস আলী বলেন, ‘আজ সকালে লোকমুখে সংবাদ পাই আমার মেয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। মেয়ের শ্বশুর বাড়ি ছুটে আসি। সেখানে দেখি আমার মেয়ে ঘরের পেছনে আম গাছের ডালে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁসে ঝুলছে। গতকাল শুক্রবার রাত ১টার দিকে এই ঘটনা ঘটলে মেয়ের জামাই, শ্বশুর-শাশুড়ি কেউ বিষয়টি আমাদের জানায়নি।’ 

শ্বশুর বাড়ির লোকজন আমেনাকে মাঝেমধ্যে মারধর করত বলে জানান আক্কাস আলী। তিনি বলেন, ‘গতকাল বিকেলেও এরা (শ্বশুরবাড়ির লোকজন) আমার মেয়ের সঙ্গে ঝগড়া করেছে বলে মেয়ে আমাদের জানিয়েছিল। রাতে বিষ খাইয়ে হত্যার পর এরা আমার মেয়ের লাশ গাছে ঝুলিয়ে রেখেছে। লাশ নামানোর পর মুখ থেকে বিষের গন্ধ ছড়িয়ে পড়ে।’ 

প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা না গেলেও লাশের মুখ থেকে বিষের গন্ধ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ওসি হানিফ শেখ। তিনি বলেন, ‘এই ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা রুজু হয়েছে। মরদেহের ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।’

মোহাম্মদপুরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেপ্তার ৬

স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুল ২ দিনের রিমান্ডে

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কাজী মমরেজ মাহমুদের আয়কর নথি জব্দের নির্দেশ

ঢাকা কলেজ ও আইডিয়াল শিক্ষার্থীদের সংঘর্ষে দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ, বাস ভাঙচুর

দ্বৈত নাগরিকত্বের তথ্য ও সম্পদের তথ্য গোপন করেছেন প্রার্থীরা: টিআইবি

ঢাকা কলেজ-ধানমন্ডি আইডিয়ালের শিক্ষার্থীদের সংঘর্ষ, যান চলাচল বন্ধ

ঢাকা মেডিকেলে রোগীর মৃত্যুতে চিকিৎসককে মারধর, ২ ঘণ্টা সেবা বন্ধ

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ