হোম > সারা দেশ > মানিকগঞ্জ

শিবালয়ে আমগাছ থেকে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের শিবালয়ে আমগাছ থেকে আমেনা আক্তার (২৬) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার উপজেলার উলাইল নীলগ্রামে এই ঘটনা ঘটে। নিহতের পরিবারের দাবি গৃহবধূকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। 

লাশ উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. হানিফ শেখ। তিনি বলেন, ‘আম গাছ থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’ 

নিহত আমেনা শিবালয় উপজেলার গোয়ালখালী গ্রামের আক্কাস আলীর মেয়ে। প্রায় দুই বছর আগে নীল গ্রামের মজিবুরের সঙ্গে পারিবারিকভাবে আমেনার বিয়ে হয়। 

আক্কাস আলী বলেন, ‘আজ সকালে লোকমুখে সংবাদ পাই আমার মেয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। মেয়ের শ্বশুর বাড়ি ছুটে আসি। সেখানে দেখি আমার মেয়ে ঘরের পেছনে আম গাছের ডালে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁসে ঝুলছে। গতকাল শুক্রবার রাত ১টার দিকে এই ঘটনা ঘটলে মেয়ের জামাই, শ্বশুর-শাশুড়ি কেউ বিষয়টি আমাদের জানায়নি।’ 

শ্বশুর বাড়ির লোকজন আমেনাকে মাঝেমধ্যে মারধর করত বলে জানান আক্কাস আলী। তিনি বলেন, ‘গতকাল বিকেলেও এরা (শ্বশুরবাড়ির লোকজন) আমার মেয়ের সঙ্গে ঝগড়া করেছে বলে মেয়ে আমাদের জানিয়েছিল। রাতে বিষ খাইয়ে হত্যার পর এরা আমার মেয়ের লাশ গাছে ঝুলিয়ে রেখেছে। লাশ নামানোর পর মুখ থেকে বিষের গন্ধ ছড়িয়ে পড়ে।’ 

প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা না গেলেও লাশের মুখ থেকে বিষের গন্ধ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ওসি হানিফ শেখ। তিনি বলেন, ‘এই ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা রুজু হয়েছে। মরদেহের ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।’

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব