হোম > সারা দেশ > ঢাকা

বারিধারায় গাড়ির শোরুমে ঢুকে গেল তেলের লরি, যুবক নিহত

ঢামেক প্রতিবেদক

বারিধারায় তেলবাহী লরি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ির শোরুমে ঢুকে পড়ে। ছবি: সংগৃহীত

রাজধানীর ভাটারা-নতুনবাজার এলাকায় তেলের লরি নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ির শোরুমে ঢুকে এক পথচারী যুবক মারা গেছেন। আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে ভাটারা থানার বারিধারা জে ব্লকে এ দুর্ঘটনা ঘটে।

মুমূর্ষু অবস্থায় ওই যুবককে পথচারীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক পৌনে ৫টার দিকে মৃত ঘোষণা করেন। তাঁর বয়স আনুমানিক (২৬) বছর।

পথচারী মো. হৃদয় বলেন, বেলা আনুমানিক ২টার দিকে একটি তেলের লরি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ির শোরুমে ঢুকে যায়। এরপর ফুটপাতে ওই যুবককে আহত অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে ভাটারা থানা-পুলিশ ওই যুবককে হাসপাতালে নিয়ে যেতে বলে। প্রথমে তাঁকে স্থানীয় উপশম হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে মারা যান তিনি। তবে ওই যুবকের পরিচয় জানতে পারিনি।

ভাটারা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আশরাফুল ইসলাম রিপন বলেন, দুপুরে বাড্ডাগামী পদ্মা ওয়েল কোম্পানির একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে একটি পুরাতন গাড়ির শোরুমে ঢুকে যায়। এতে এক পথচারী চাপা পড়ে। পরে তাঁকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে মারা যান। তবে ঘটনার পরপরই তেলের লরিটি জব্দ এবং এর চালককে আটক করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

উত্তরায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের জিডি

গুলশান দুই দিনব্যাপী ফুল উৎসব অনুষ্ঠিত

রাজধানীতে এক দিনে ৪ নারীর মরদেহ উদ্ধার