গাজীপুরের শ্রীপুরে ভোটার উপস্থিতি কম থাকায় দায়িত্বরত অবস্থায় ভোটকক্ষেই ঘুমিয়ে পড়েন এক কর্মকর্তা। উপজেলার গোসিংগা ইউনিয়নের গোসিংগা উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে আজ রোববার দুপুরে এ ঘটনা ঘটে।
উপজেলার গোসিংগা উচ্চবিদ্যালয় কেন্দ্রের ৪ নম্বর কক্ষে পোলিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন উপজেলার বরমী ইউনিয়নের নিমাইচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নাজমা খাতুন। ভোট চলাকালীন বেলা পৌনে ১টার দিকে বেঞ্চের ওপর মাথা রেখে তাঁকে ঘুমাতে দেখা যায়। এ বিষয়ে নাজমা খাতুন আজকের পত্রিকাকে বলেন, ‘ভোটার কম, তাই মনের অজান্তে ঘুমিয়ে গেছি।’
এ বিষয়ে কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিসাইডিং কর্মকর্তা প্রহলাদপুর স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক আনিছুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা সবাই ভোটকেন্দ্রে সঠিকভাবে দায়িত্ব পালন করছি। তবে কে কখন মনের অজান্তে ঘুমিয়ে পড়ে, সেটা আমার জানা নেই।’