গোপালগঞ্জে রেললাইনের পাশ থেকে এক অজ্ঞাত ব্যক্তির (৫০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার বিকেলে সদর উপজেলার হরিদাশপুর পশ্চিমপাড়া এলাকায় রেললাইনের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) জলিলুর রহমান মরদেহ উদ্ধারে তথ্য নিশ্চিত করেছেন।
এসআই জানান, সকালে গোপালগঞ্জ থেকে ছেড়ে যাওয়া রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ওই ব্যক্তি নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। লাশের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এলাকাবাসী লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।