হোম > সারা দেশ > মাদারীপুর

এনসিপির সমাবেশকে ঘিরে মাদারীপুরে নিরাপত্তা জোরদার

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে এনসিপির জন্য মঞ্চ প্রস্তুত করা হয়েছে। সেখানে স্থানীয় নেতা-কর্মী ও সমর্থকেরা কেন্দ্রীয় নেতাদের জন্য অপেক্ষায় রয়েছেন। ছবি: আজকের পত্রিকা

গোপালগঞ্জে হামলার ঘটনার পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে ঘিরে মাদারীপুরে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। গোপালগঞ্জ থেকে মাদারীপুর জেলায় আসবেন এনসিপির নেতারা। আজ বুধবার বেলা ৩টায় সমাবেশ করার কথা থাকলেও এখনো তাঁরা মাদারীপুরে এসে পৌঁছাননি। তাঁরা হামলার শিকার হয়ে এখনো গোপালগঞ্জে আছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, গোপালগঞ্জ থেকে মাদারীপুর আসার পথে জেলার প্রবেশদ্বার রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরে কঠোর অবস্থানে রয়েছে সেনাবাহিনী ও পুলিশ। এ ছাড়া ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর, ঘটকচর, খাগদি, মোস্তফাপুর, বাসস্ট্যান্ড, ডিসিব্রিজ, শকুনি লেকসহ শহরের গুরুত্বপূর্ণ জায়গায় র‍্যাব, সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে।

মাদারীপুরে এনসিপির সমাবেশের মঞ্চ প্রস্তুত করা হয়েছে। সেখানে মাদারীপুরের স্থানীয় নেতা-কর্মীরা অবস্থান করছেন। তাঁরা সবাই জাতীয় নেতাদের জন্য অপেক্ষায় রয়েছেন।

মাদারীপুর সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সদস্যসচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা প্রমুখের।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল হোসেন বলেন, সমাবেশকে ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ঢাকা-১২ আসন: তিন সাইফুলের ভোটের লড়াই

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

উত্তরায় নিরাপত্তাকর্মীর ছিনতাই হওয়া অস্ত্র উদ্ধার

মসজিদভিত্তিক শিক্ষা প্রকল্পের কর্মকর্তা রাশেদুলের ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাভার পৌর কমিউনিটি সেন্টারে পাঁচ মাসে মিলল ৫ লাশ, শনাক্ত হয়নি, গ্রেপ্তারও নেই

ডাকসুর কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণ ও ‘ইউরেনিয়াম’ স্লোগান নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া

তালাকপ্রাপ্ত স্ত্রীকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম, ফোনে আবার হত্যার হুমকি

রাজধানীর গুলশানে ঘর থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১