নারায়ণগঞ্জের রূপগঞ্জে এশিয়ান হাইওয়ে সড়কে চলন্ত বাস থেকে পড়ে হাসান (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে রূপগঞ্জের নলপাথর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ভুলতা হাইওয়ে পুলিশ ক্যাম্পের পরিদর্শক আলী আশরাফ মোল্লা বিষয়টি নিশ্চিত করেন।
নিহত হাসান উপজেলার কাঞ্চন পৌরসভার কালাদী এলাকার মৃত হেকমত আলীর ছেলে। তিনি গাউছিয়া এলাকায় মোটর মেকানিক হিসেবে কাজ করতেন।
ভুলতা হাইওয়ে পুলিশ ক্যাম্পের পরিদর্শক আলী আশরাফ মোল্লা বলেন, রাত ৯টার দিকে গাউছিয়া থেকে বাসায় ফেরার জন্য বিআরটিসি বাসে ওঠেন। নলাপাথর এলাকায় পৌঁছালে বাসের গেটের সামনে দাঁড়িয়ে থাকা হাসান বাস থেকে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
তিনি আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশ। পরে পরিবার বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তরের আবেদন করলে ভোরে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।