হোম > সারা দেশ > ঢাকা

‘যেকোনো নাশকতা মোকাবিলায় র‍্যাব প্রস্তুত’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আজ থেকে শুরু হওয়া শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে ও নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য এবং পূজাকে কেন্দ্র করে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‍্যাব। আজ সোমবার রাজধানীর গুলশান-বনানী সর্বজনীন পূজা মণ্ডপ পরিদর্শন শেষে গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন র‍্যাব মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। 

পূজা মণ্ডপে র‍্যাবের অস্থায়ী ক্যাম্পে অবস্থিত র‍্যাব কন্ট্রোল রুম, করোনা প্রতিরোধে এবং সচেতনতা বুথ পরিদর্শন শেষে র‍্যাব মহাপরিচালক বলেন, 'দূর্গা পূজায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাব বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত সংখ্যক র‍্যাব সদস্য মোতায়েন এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। ডগ স্কোয়াড সার্বক্ষণিকভাবে পূজামণ্ডপ ও গুরুত্বপূর্ণ স্থানে প্রয়োজনীয় সুইপিং কার্যক্রমে অংশগ্রহণ করবে। মাদক, অস্ত্র উদ্ধারসহ যেকোনো পরিস্থিতির জন্য ডগ স্কোয়াডকে প্রস্তুত রাখা হয়েছে।

তিনি আরও বলেন, পূজা মণ্ডপসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সুইপিং পরিচালনার পাশাপাশি র‍্যাবের বোম্ব ডিস্পোজাল ইউনিট, র‍্যাব স্পেশাল ফোর্সের কমান্ডো টিম এবং এয়ার উইংয়ের হেলিকপ্টার যেকোন উদ্ভূত পরিস্থিতির জন্য প্রস্তুত আছে। যে কোন ধরণের নাশকতা বা হামলা মোকাবিলায় র‍্যাব সার্বক্ষণিকভাবে প্রস্তুত।

আলোচনা শেষে র‍্যাব মহাপরিচালক পূজা মণ্ডপে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন এবং শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা বিনিময় করেন। সনাতন ধর্মাবলম্বীদের স্বাস্থ্যবিধি মেনে শারদীয় দুর্গা পূজা উদ্‌যাপন করার আহ্বান জানান এবং দুর্গা পূজাকে কেন্দ্র করে কোন ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির উদ্ভব যাতে না হয় সে ব্যাপারে সার্বিক প্রস্তুতি রয়েছে বলে সবাইকে আশ্বস্ত করেন।

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে