হোম > সারা দেশ > ঢাকা

মিরপুরে ট্রাফিক পুলিশ বক্সে রিকশাচালকদের হামলা 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মিরপুর ও পল্লবী থানা এলাকার পাঁচটি ট্রাফিক পুলিশ বক্সে অটোরিকশাচালকেরা (ব্যাটারিচালিত রিকশা) হামলা চালিয়েছেন। এতে মিজানুর রহমান নামে এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। হামলার ঘটনায় পল্লবী থানায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মিরপুর ট্রাফিক ডিভিশনের পল্লবী জোনের সহকারী কমিশনার ইলিয়াস হোসেন।

মিরপুর ও পল্লবী ট্রাফিক পুলিশের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, আদালতের নির্দেশনা অনুযায়ী অটোরিকশা সড়কে নিষিদ্ধ। সে জন্য নিয়মিত অভিযানে দুটি অটোরিকশা জব্দ করা হয়। এরপর কতিপয় অটোরিকশাচালক একত্রিত হয়ে এই হামলা করেন।

ট্রাফিক ও থানা-পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ শুক্রবার সকাল সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে এই হামলার ঘটনা ঘটে। মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায় হামলায় আহত হওয়া কনস্টেবলের নাম মিজানুর রহমান। সকালে পল্লবীর কালশী এলাকার মূল সড়ক থেকে দুটি অটোরিকশা জব্দ করা হয়। এ ঘটনার পর অটোরিকশাচালকেরা সংঘবদ্ধ হয়ে মিরপুর ১২, কালশী মোড়, সাগুফতা মোড়, মিরপুর ১০, মিরপুর ১০ নম্বর গোলচত্বর ট্রাফিক পুলিশ বক্সে প্রায় একই সময়ে হামলা চালান। এ সময় তাঁরা ভ্যান ও রিকশায় ইটপাটকেল নিয়ে আসেন।

ট্রাফিক পুলিশের পল্লবী জোনের সহকারী কমিশনার ইলিয়াস হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘রিকশাচালকদের সঙ্গবদ্ধ হামলায় সরকারি সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ ছাড়া আমাদের এক সহকর্মী আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। হামলার ঘটনায় আহত কনস্টেবলের মেডিকেল রিপোর্ট পেলে আমরা মামলা করব।’

এ বিষয়ে জানতে চাইলে ডিএমপি পল্লবী জোনের সহকারী কমিশনার (অপরাধ) আজকের পত্রিকাকে বলেন, ‘হামলার ঘটনা সত্য। আমরা অভিযোগ পেয়েছি। হামলার সঙ্গে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে। মামলা হলে তাঁদের গ্রেপ্তার করা হবে।’

বিজয় দিবসে রাজাকারদের ছবিতে জুতা নিক্ষেপ করলেন জবি শিক্ষার্থীরা

জুলাই রেবেলসের দুজনকে কুপিয়ে আহতের ঘটনায় শীর্ষ সন্ত্রাসী আলতাফসহ গ্রেপ্তার ৩

বিজয় দিবসে ১০০ নৌকা নিয়ে জবি শিবিরের নৌ র‍্যালি

সিঙ্গাপুরে হাদির অবস্থার অবনতির পর স্থিতিশীল: ইনকিলাব মঞ্চ

বিজয় দিবস পালন করতে হচ্ছে একাত্তরের ঘাতকদের বিরুদ্ধে সংগ্রামের অঙ্গীকার করে: প্রিন্স

পরিবেশ সৃষ্টি হলে নির্বাচনে যাব, পাতানো নির্বাচনে যাব না: কাদের সিদ্দিকী

ধানমন্ডি ৩২-এ ভাসানী, সিরাজ সিকদার, হাদির ছবি টানালেন জুলাই যোদ্ধারা

জবির মূল ফটকে পাকিস্তানের পতাকা আঁকতে বাধা, ভিসিকে অবরুদ্ধ করে ছাত্রদলের বিক্ষোভ

সর্বসাধারণের শ্রদ্ধার জন্য উন্মুক্ত স্মৃতিসৌধের ফটক, আশপাশের সড়কে যান চলাচল শুরু

১৬ ডিসেম্বরের প্রত্যয়েই দেশ পুনর্নির্মাণের সুযোগ করে নিতে পেরেছি: আসিফ নজরুল