হোম > সারা দেশ > ঢাকা

মিরপুরে ট্রাফিক পুলিশ বক্সে রিকশাচালকদের হামলা 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মিরপুর ও পল্লবী থানা এলাকার পাঁচটি ট্রাফিক পুলিশ বক্সে অটোরিকশাচালকেরা (ব্যাটারিচালিত রিকশা) হামলা চালিয়েছেন। এতে মিজানুর রহমান নামে এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। হামলার ঘটনায় পল্লবী থানায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মিরপুর ট্রাফিক ডিভিশনের পল্লবী জোনের সহকারী কমিশনার ইলিয়াস হোসেন।

মিরপুর ও পল্লবী ট্রাফিক পুলিশের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, আদালতের নির্দেশনা অনুযায়ী অটোরিকশা সড়কে নিষিদ্ধ। সে জন্য নিয়মিত অভিযানে দুটি অটোরিকশা জব্দ করা হয়। এরপর কতিপয় অটোরিকশাচালক একত্রিত হয়ে এই হামলা করেন।

ট্রাফিক ও থানা-পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ শুক্রবার সকাল সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে এই হামলার ঘটনা ঘটে। মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায় হামলায় আহত হওয়া কনস্টেবলের নাম মিজানুর রহমান। সকালে পল্লবীর কালশী এলাকার মূল সড়ক থেকে দুটি অটোরিকশা জব্দ করা হয়। এ ঘটনার পর অটোরিকশাচালকেরা সংঘবদ্ধ হয়ে মিরপুর ১২, কালশী মোড়, সাগুফতা মোড়, মিরপুর ১০, মিরপুর ১০ নম্বর গোলচত্বর ট্রাফিক পুলিশ বক্সে প্রায় একই সময়ে হামলা চালান। এ সময় তাঁরা ভ্যান ও রিকশায় ইটপাটকেল নিয়ে আসেন।

ট্রাফিক পুলিশের পল্লবী জোনের সহকারী কমিশনার ইলিয়াস হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘রিকশাচালকদের সঙ্গবদ্ধ হামলায় সরকারি সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ ছাড়া আমাদের এক সহকর্মী আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। হামলার ঘটনায় আহত কনস্টেবলের মেডিকেল রিপোর্ট পেলে আমরা মামলা করব।’

এ বিষয়ে জানতে চাইলে ডিএমপি পল্লবী জোনের সহকারী কমিশনার (অপরাধ) আজকের পত্রিকাকে বলেন, ‘হামলার ঘটনা সত্য। আমরা অভিযোগ পেয়েছি। হামলার সঙ্গে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে। মামলা হলে তাঁদের গ্রেপ্তার করা হবে।’

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট