হোম > সারা দেশ > ঢাকা

মিরপুরে ট্রাফিক পুলিশ বক্সে রিকশাচালকদের হামলা 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মিরপুর ও পল্লবী থানা এলাকার পাঁচটি ট্রাফিক পুলিশ বক্সে অটোরিকশাচালকেরা (ব্যাটারিচালিত রিকশা) হামলা চালিয়েছেন। এতে মিজানুর রহমান নামে এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। হামলার ঘটনায় পল্লবী থানায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মিরপুর ট্রাফিক ডিভিশনের পল্লবী জোনের সহকারী কমিশনার ইলিয়াস হোসেন।

মিরপুর ও পল্লবী ট্রাফিক পুলিশের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, আদালতের নির্দেশনা অনুযায়ী অটোরিকশা সড়কে নিষিদ্ধ। সে জন্য নিয়মিত অভিযানে দুটি অটোরিকশা জব্দ করা হয়। এরপর কতিপয় অটোরিকশাচালক একত্রিত হয়ে এই হামলা করেন।

ট্রাফিক ও থানা-পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ শুক্রবার সকাল সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে এই হামলার ঘটনা ঘটে। মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায় হামলায় আহত হওয়া কনস্টেবলের নাম মিজানুর রহমান। সকালে পল্লবীর কালশী এলাকার মূল সড়ক থেকে দুটি অটোরিকশা জব্দ করা হয়। এ ঘটনার পর অটোরিকশাচালকেরা সংঘবদ্ধ হয়ে মিরপুর ১২, কালশী মোড়, সাগুফতা মোড়, মিরপুর ১০, মিরপুর ১০ নম্বর গোলচত্বর ট্রাফিক পুলিশ বক্সে প্রায় একই সময়ে হামলা চালান। এ সময় তাঁরা ভ্যান ও রিকশায় ইটপাটকেল নিয়ে আসেন।

ট্রাফিক পুলিশের পল্লবী জোনের সহকারী কমিশনার ইলিয়াস হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘রিকশাচালকদের সঙ্গবদ্ধ হামলায় সরকারি সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ ছাড়া আমাদের এক সহকর্মী আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। হামলার ঘটনায় আহত কনস্টেবলের মেডিকেল রিপোর্ট পেলে আমরা মামলা করব।’

এ বিষয়ে জানতে চাইলে ডিএমপি পল্লবী জোনের সহকারী কমিশনার (অপরাধ) আজকের পত্রিকাকে বলেন, ‘হামলার ঘটনা সত্য। আমরা অভিযোগ পেয়েছি। হামলার সঙ্গে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে। মামলা হলে তাঁদের গ্রেপ্তার করা হবে।’

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট