হোম > সারা দেশ > ঢাকা

ময়মনসিংহে জলাবদ্ধতার পানিতে বিদ্যুতায়িত হয়ে বৃদ্ধের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ নগরীর রাস্তাঘাট গতকাল বৃহস্পতিবার রাতের বৃষ্টিতে তলিয়ে যায়। পানি উঠে বাসা বাড়ি ও দোকানে। বাসায় পানি ওঠায় অনেকের রাত কেটেছে নির্ঘুম। নগরীর ব্রাহ্মপল্লী এলাকায় বাসায় হাঁটু পানিতে বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন মো. পলি (৬৫) নামে এক বৃদ্ধ। 

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, গতকাল বৃহস্পতিবার রাত ১২টার দিকে নগরীর ব্রাহ্মপল্লী এলাকায় নিজ ঘরে বৃষ্টির পানিতে বিদ্যুতায়িত হয়ে মো.পলি নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ছাড়া শহরে আর কোনো দুর্ঘটনা ঘটেনি। 

বৃহস্পতিবার সন্ধ্যা থেকে টানা ভারি বর্ষণ হয়। এতে উপজেলাগুলোয় তলিয়ে গেছে ধান খেত। বৃষ্টির পানিতে ভেসে গেছে পুকুর-ফিসারিজের মাছ। এতে ব্যাপক ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। কেওয়াটখালি পাওয়ার গ্রিডে পানি ঢুকে অনেক উপজেলাসহ নগরীতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। 

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ময়মনসিংহের (দক্ষিণ) নির্বাহী প্রকৌশলী ইন্দ্রজিৎ দেবনাথ আজকের পত্রিকাকে বলেন, অতি বৃষ্টির কারণে কেওয়াটখালী পাওয়ার গ্রিডের কন্ট্রোল রুমে পানি ঢুকলে বিদ্যুৎ সরবরাহ বেশ কয়েক ঘন্টা বন্ধ রয়েছে। এতে বেশ কিছু এলাকার মানুষকে কিছুটা ভোগান্তি পোহাতে হচ্ছে। 

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মতিউজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘জেলার সব উপজেলায় অনেক ধান খেত তলিয়ে গেছে। তবে, কি পরিমাণ ধান খেত তলিয়েছে তার কোনো হিসাব এখনো করা হয়নি। পানি নেমে গেলে হিসাব করা যাবে।’

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় মোটরসাইকেলচালক নিহত, আরোহী আহত

বাপ্পী নামক কলাগাছকে সামনে এনে হাদি হত্যাকাণ্ডের মূল ঘটনাকে আড়াল করা হচ্ছে: জাবের

হাদি হত্যাসহ সারা দেশে টার্গেট কিলিংয়ের প্রতিবাদে জবিতে মানববন্ধন

রাজধানীতে গ্যাসের অতি স্বল্পচাপের যে ব্যাখ্যা দিল তিতাস

মির্জাপুরে ডাম্প ট্রাকচাপায় অজ্ঞাতনামা নারীর মৃত্যু

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা

মোসাব্বির হত্যা: তদন্তে রাজনৈতিক দ্বন্দ্ব ও আধিপত্যে নজর

ফরিদপুরে জামায়াতের প্রার্থীকে শোকজ

প্রথম আলো কার্যালয়ে হামলা: ৮ আসামিকে রিমান্ডে নেওয়ার নির্দেশ