হোম > সারা দেশ > ঢাকা

ময়মনসিংহে জলাবদ্ধতার পানিতে বিদ্যুতায়িত হয়ে বৃদ্ধের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ নগরীর রাস্তাঘাট গতকাল বৃহস্পতিবার রাতের বৃষ্টিতে তলিয়ে যায়। পানি উঠে বাসা বাড়ি ও দোকানে। বাসায় পানি ওঠায় অনেকের রাত কেটেছে নির্ঘুম। নগরীর ব্রাহ্মপল্লী এলাকায় বাসায় হাঁটু পানিতে বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন মো. পলি (৬৫) নামে এক বৃদ্ধ। 

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, গতকাল বৃহস্পতিবার রাত ১২টার দিকে নগরীর ব্রাহ্মপল্লী এলাকায় নিজ ঘরে বৃষ্টির পানিতে বিদ্যুতায়িত হয়ে মো.পলি নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ছাড়া শহরে আর কোনো দুর্ঘটনা ঘটেনি। 

বৃহস্পতিবার সন্ধ্যা থেকে টানা ভারি বর্ষণ হয়। এতে উপজেলাগুলোয় তলিয়ে গেছে ধান খেত। বৃষ্টির পানিতে ভেসে গেছে পুকুর-ফিসারিজের মাছ। এতে ব্যাপক ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। কেওয়াটখালি পাওয়ার গ্রিডে পানি ঢুকে অনেক উপজেলাসহ নগরীতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। 

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ময়মনসিংহের (দক্ষিণ) নির্বাহী প্রকৌশলী ইন্দ্রজিৎ দেবনাথ আজকের পত্রিকাকে বলেন, অতি বৃষ্টির কারণে কেওয়াটখালী পাওয়ার গ্রিডের কন্ট্রোল রুমে পানি ঢুকলে বিদ্যুৎ সরবরাহ বেশ কয়েক ঘন্টা বন্ধ রয়েছে। এতে বেশ কিছু এলাকার মানুষকে কিছুটা ভোগান্তি পোহাতে হচ্ছে। 

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মতিউজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘জেলার সব উপজেলায় অনেক ধান খেত তলিয়ে গেছে। তবে, কি পরিমাণ ধান খেত তলিয়েছে তার কোনো হিসাব এখনো করা হয়নি। পানি নেমে গেলে হিসাব করা যাবে।’

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

উত্তরায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের জিডি

গুলশান দুই দিনব্যাপী ফুল উৎসব অনুষ্ঠিত

রাজধানীতে এক দিনে ৪ নারীর মরদেহ উদ্ধার