হোম > সারা দেশ > ঢাকা

প্রবাসীদের সামাজিক অবদানেরও স্বীকৃতি দিতে হবে: মন্ত্রিপরিষদ সচিব

দেশে প্রবাসীদের ক্ষেত্রে শুধু আর্থিক অবদানই নয়, সেই সঙ্গে সামাজিক অবদানকেও স্বীকার করে নিতে হবে বলে মন্তব্য করেছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। আজ সোমবার প্রবাসী কল্যাণ ভবনে ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২৩’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। 

সচিব বলেন, প্রবাসী কর্মীদের কথা আসলে কেবল অর্থনৈতিক অবদানের কথা বলা হয়। জিডিপির কত অংশ, শ্রমশক্তির কত অংশ সেগুলো নিয়ে কথা হয়। তবে শুধু আর্থিক অবদানটাই বিবেচ্য বিষয় হতে পারে না। তাঁদের সামাজিক অবদানকেও স্বীকার করে নিতে হবে। 

মাহবুব হোসেন আরও বলেন, ‘প্রবাসীরা যখন বিদেশ থাকেন, তখন তাঁরা বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। প্রত্যেকেই বাংলাদেশের একেকটি পতাকা হয়ে কাজ করেন, বিষয়টির স্বীকৃতির প্রয়োজন। প্রবাসীরা ফেরত আসার পর দেশে যে ইতিবাচক ভূমিকা রাখেন, সেগুলোও হিসাবের মধ্যে থাকা বাঞ্ছনীয়। স্বাস্থ্যসেবা, শিক্ষার চাহিদা, সামাজিক সম্পর্কের ক্ষেত্রে তাঁদের অবদানকে মূল্যায়ন করা উচিত।’ 

সচিব বলেন, ‘আমরা মাঠপর্যায়ে যখন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করি, সেখানে সমাজের নানা অংশীজনকে সম্পৃক্ত করা হয়। আমি ঠিক মনে করতে পারছি না, প্রবাসীদের সেসব অনুষ্ঠানে সম্পৃক্ত করা হয় কি না। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে বিষয়টি ভেবে দেখার এবং পরীক্ষা করে দেখার অনুরোধ জানাব।’ 

অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক সালেহ আহমেদ মোজাফফর, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. হামিদুর রহমান, প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) মহাসচিব আলী হায়দার চৌধুরী প্রমুখ।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন