নোয়াখালীর সুধারামপুরে শিশু হত্যার দায়ে আসামি জাহাঙ্গীরের মৃত্যুদণ্ড সাজার রিভিউ চেয়ে করা আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ রিভিউ আবেদনটি খারিজ করে দেন। এখন কেবল রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করতে পারবেন জাহাঙ্গীর। রাষ্ট্রপতির কাছে আবেদন না করলে মৃত্যুদণ্ড কার্যকরে বাধা থাকবে না বলে জানিয়েছেন আইনজীবীরা।
রায়ের সময় প্রধান বিচারপতি বলেন, 'নির্দোষ একটা শিশুকে হত্যা করা হলো, যার কোনো অপরাধ নেই। এই শিশু তো অপরাধ করার গণ্ডির মধ্যেই যায়নি। এ মামলায় আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দিও আছে। শিশুটির বয়স মাত্র ৯ বছর।'
পরে আদালত রিভিউ আবেদন খারিজ করে মৃত্যুদণ্ড বহাল রাখেন। এর আগে গত ৮ জুলাই আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ শিশু আরাফাত হোসেনকে হত্যার অভিযোগে জাহাঙ্গীরের আপিল খারিজ করে মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখেন। পরে গত ১০ অক্টোবর রিভিউ আবেদন করেন জাহাঙ্গীর।
উল্লেখ্য, জাহাঙ্গীর ৯ বছর বয়সী শিশু আরাফাত হোসেনকে ২০০৩ সালের ১৩ মার্চ তার বাড়ি থেকে খেলনা পিস্তল দেখিয়ে স্থানীয় কবরস্থানে নিয়ে হত্যা করেন। এ ঘটনায় করা মামলায় বিচারিক আদালত ২০০৮ সালে তাঁকে মৃত্যুদণ্ড দেন। এরপর হাইকোর্টও সেই মৃত্যুদণ্ড বহাল রাখেন। আদালতে জাহাঙ্গীরের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন, তার সঙ্গে ছিলেন এবিএম বায়েজীদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ।