হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে ঝুট নিয়ে বিএনপি-স্বেচ্ছাসেবক দলের পাল্টাপাল্টি ধাওয়া, ককটেল বিস্ফোরণ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে কারখানা থেকে ঝুটসহ বর্জিত মালামাল নামানোকে কেন্দ্র করে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের টঙ্গীতে কারখানা থেকে ঝুটসহ বর্জিত মালামাল নামানোকে কেন্দ্র করে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ ‎শুক্রবার বেলা ১১টার দিকে গাজীপুর স্যাটার্ন টেক্সটাইল লিমিটেড নামের কারখানায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, সকালে গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব হালিম মোল্লা ও গাজীপুর মহানগরের ৫০ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন কাজীর পক্ষের প্রায় তিন শ সমর্থক কারখানাটির সামনে আসেন। কিছুক্ষণ পর ট্রাকবোঝাই করে কারখানার ঝুটসহ বর্জিত মালামাল নিয়ে যেতে চেষ্টা করেন হালিম মোল্লার লোকজন। এতে বাধা দেন হুমায়ুন কাজীর লোকজন। পরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় দুই পক্ষের লোকজন ইটপাটকেল নিক্ষেপ ও বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটান।

‎হুমায়ুন কাজী বলেন, ‘আমার প্রতিষ্ঠানের নাম নূর এন্টারপ্রাইজ। এই প্রতিষ্ঠানের নামে চুক্তিপত্রের মাধ্যমে গত ১০ আগস্ট থেকে স্যাটার্ন কারখানার বর্জিত মালামাল নিচ্ছি। কিন্তু কিছু দিন ধরে গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব হালিম মোল্লার পক্ষের আল-মামুন, কাজী মঞ্জু, কাজী মামুন, তুহিন, দিপু সরকার, আদনান, বশির উদ্দিনসহ কয়েক শ লোক আজ সকালে কারখানার ফটকে এসে মালামাল নিয়ে যেতে চেষ্টা করে। এ সময় তারা বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। ’

অভিযোগের বিষয়ে জানতে হালিম মাল্লার মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলেও তা বন্ধ পাওয়া যায়।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান আজকের পত্রিকা বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বিষয়টি শিল্প পুলিশকেও জানানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক