হোম > সারা দেশ > ঢাকা

হুপার ভেঙে শ্রমিক নিহতের ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের গোপালপুরে একতা এগ্রো ফুড প্রোডাক্টস লিমিটেডের রাইস মিলের হুপার ভেঙে পড়ে তিন শ্রমিক নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল হোসেনকে প্রধান করে ছয় সদস্যের কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। কমিটিতে অন্য সদস্যরা হলেন গোপালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ মল্লিক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারোফ হোসেন, গণপূর্ত বিভাগের প্রতিনিধি, কলকারখানা পরিদর্শন কর্মকর্তা ও ফায়ার সার্ভিসের একজন প্রতিনিধি।

তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক ড. আতাউল গনি। 

জেলা প্রশাসক ড. আতাউল গনি বলেন, ‘ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে বিভিন্ন উদ্ধারকারী দল ও উপজেলা প্রশাসন কাজ শুরু করে। সেই সঙ্গে কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা উদ্‌ঘাটনে ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা বলা হয়েছে। এ ছাড়া নিহত প্রতিটি পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা নগদ প্রদান করা হয়েছে।’

এদিকে হুপার তৈরিতে ত্রুটি থাকায় দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। 

গোপালপুর ফায়ার সার্ভিস অফিসার রফিকুল ইসলাম বলেন, ‘মিলে আগে হুপার ছিল না। সম্প্রতি ওই মিলে হুপার বানানো হয়। মিল কর্তৃপক্ষ যে হুপার তৈরি করেছে তা পুরোনো এবং নতুন অ্যাঙ্গেলের সংমিশ্রণ ছিল। কর্তৃপক্ষ হুপার ঝালাই যথাযথভাবে করেনি। তাদের ঝালাইয়ে ত্রুটি ছিল। হুপার বসানোর সময় চারদিকে চারটি পাইপ ব্যবহার করেনি। সাধারণত ওই হুপারের ধারণক্ষমতা ছিল প্রায় ১ হাজার মণ। কিন্তু শ্রমিকেরা প্রায় ১ হাজার ২০০ মণ লোড নিয়ে কাজ করছিলেন, যার কারণে হুপারটি ধসে পড়ে।’

এদিকে সোমবার দুপুরে নিহত তিনজনের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে বলে নিশ্চিত করেছেন টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. লুৎফর রহমান। হাসপাতালের মেডিকেল অফিসার ডা. তানভির ময়নাতদন্ত সম্পন্ন করেন। 

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় মোটরসাইকেলচালক নিহত, আরোহী আহত

বাপ্পী নামক কলাগাছকে সামনে এনে হাদি হত্যাকাণ্ডের মূল ঘটনাকে আড়াল করা হচ্ছে: জাবের

হাদি হত্যাসহ সারা দেশে টার্গেট কিলিংয়ের প্রতিবাদে জবিতে মানববন্ধন

রাজধানীতে গ্যাসের অতি স্বল্পচাপের যে ব্যাখ্যা দিল তিতাস

মির্জাপুরে ডাম্প ট্রাকচাপায় অজ্ঞাতনামা নারীর মৃত্যু

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা

মোসাব্বির হত্যা: তদন্তে রাজনৈতিক দ্বন্দ্ব ও আধিপত্যে নজর

ফরিদপুরে জামায়াতের প্রার্থীকে শোকজ

প্রথম আলো কার্যালয়ে হামলা: ৮ আসামিকে রিমান্ডে নেওয়ার নির্দেশ