হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

মেঘনায় চাচার সঙ্গে গোসলে নেমে ২ শিশুর মৃত্যু 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জে মেঘনা নদীতে চাচার সঙ্গে গোসলে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়ে পড়া চাচা আবদুল আজিজকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার উপজেলার বিশনন্দী এলাকায় এই ঘটনা ঘটে। 

মৃতরা হলো উপজেলার বিশনন্দী ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের কবির হোসেনের ছেলে আদনান হোসেন (৪) ও আবদুল হকের ছেলে আব্দুল্লাহ (৪)। তারা দুজন চাচাতো ভাই। 

নিহতদের পরিবার জানায়, আজ (মঙ্গলবার) দুপুরে চাচা আবদুল আজিজের সঙ্গে মেঘনা নদীতে গোসল করতে যায় ওই দুই শিশু। গোসলের একপর্যায়ে তারা পানিতে তলিয়ে যায়। তাদের উদ্ধার করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন চাচা নিজেও। খবর পেয়ে আশপাশের লোকজন দ্রুত এসে শিশুদের খোঁজে নদীতে নামে। 

পরে দুই শিশুর মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। উদ্ধারের পরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এই ঘটনায় অসুস্থ হয়ে পড়া শিশুদের চাচা আবদুল আজিজকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জাহাঙ্গীর শেখ আজকের পত্রিকাকে বলেন, ‘হাসপাতালে আনার আগেই দুই শিশু মারা যায়। অতিরিক্ত পানি পেটে প্রবেশ করায় তাদের মৃত্যু হয়েছে।’ 

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘পরিবারের কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল

বিমানবন্দর থেকে গুলশান ও এভারকেয়ার হাসপাতাল এলাকায় ড্রোন ওড়ানো নিষেধ‎

বড়দিন উপলক্ষে আজ সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত আতশবাজি ও ফানুস ওড়ানো নিষেধ

শ্রীপুরে গভীর রাতে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

যুবদল নেতা আরিফ সিকদার হত্যা: সুব্রত বাইনের মেয়ে ফের রিমান্ডে

ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ, আহত কয়েকজন