হোম > সারা দেশ > গাজীপুর

খেলতে গিয়ে সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কাপাসিয়ায় সেপটিক ট্যাংক থেকে ইয়ামিন নামে ৭ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার বিকেলে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের রাওনাটর বাজার এলাকার শরিফ মিয়ার বাড়ির সেপটিক ট্যাংক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

স্থানীয় সূত্রে জানা গেছে, রাওনাট এলাকায় শরীফ আকন্দের বাসায় সিলেটের জেলার জকিগঞ্জের থানার দরগাবাহাদুরপুর গ্রামের সাদ্দাম মিয়া তার স্ত্রী ও এক ছেলে ইয়ামিনকে নিয়ে ভাড়া থাকেন। আজ বুধবার দুপুরের পর থেকে ইয়ামিনকে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন। পরে বাড়ির পেছনের বাথরুমের সেপটিক ট্যাংকের ভেতরে ভেসে থাকতে দেখা যায় ইয়ামিনের মৃতদেহ। পুলিশ খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করেন। 

ইয়ামিনের মা আছিয়া কাঁপতে কাঁপতে বলেন, ছেলে আমাকে বলে গেছে সে খেলতে যাচ্ছে। অনেকক্ষণ তার কোনো খোঁজ খবর না পেয়ে দুপুর একটার দিকে আমি তাকে খোঁজাখুঁজি করতে থাকি। পরে ওই সেপটিক ট্যাংকের সামনে গিয়ে তার মৃতদেহ দেখতে পাই।

 কাপাসিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম নাসিম বলেন, বাচ্চাটি খেলাধুলা করতে গিয়ে এক ফাঁকে ওই সেপটিক ট্যাংকে পড়ে যায়। পরিষ্কার করার জন্য সেটি খুলে রাখা হয়েছিল। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

পাঁচ চীনা নাগরিকসহ টেলিগ্রাম প্রতারণা চক্রের ৮ জন গ্রেপ্তার, ৫১ হাজারের বেশি সিম জব্দ

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন