হোম > সারা দেশ > কক্সবাজার

আট মামলায় ২১ দিন রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি জাফর

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি 

জাফর আলমকে প্রিজন ভ্যান থেকে নামানো হচ্ছে। ছবি: আজকের পত্রিকা

কক্সবাজার-১ (চকরিয়া ও পেকুয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলমকে আট মামলায় ২১ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

আজ মঙ্গলবার সকালে চকরিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আনোয়ারুল কবিরের আদালত জাফরকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে তাঁকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালত থেকে প্রিজন ভ্যানে করে কক্সবাজার জেলা কারাগারে পাঠানো হয়।

চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পুলিশের পরিদর্শক মো. আনোয়ার উল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘পেকুয়া থানার তিনটি মামলায় সাত দিনের রিমান্ড শেষে জাফরকে আজ আদালতে হাজির করা হয়। পরে আদালত তাঁকে কক্সবাজার জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’

এর আগে ১৮ জুন চকরিয়া থানার পাঁচ মামলায় জাফরকে ১৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। পরে আদালতে হাজির করে ২ জুলাই সাত দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে পেকুয়া থানায় নেওয়া হয়।

জাফরের আইনজীবী ওমর ফারুক বলেন, ‘আজ জাফরের জামিনের জন্য তাঁরা আবেদন করেননি। পরে জামিনের জন্য আবেদন করা হবে।’

কক্সবাজারে পর্যটকের ভিড়, থার্টি ফার্স্ট নাইটে ৭ দফা বিধিনিষেধ পুলিশের

চকরিয়ায় যুবকের লাশ মিলল বিলে, হত্যার অভিযোগ পরিবারের

রোহিঙ্গা ক্যাম্পে আগুন, শতাধিক ঘরবাড়ি পুড়ে ছাই

সাগরপথে মালয়েশিয়া পাচারকালে টেকনাফে ১৭ জনকে উদ্ধার

চকরিয়ায় ডিম বিক্রেতার পাথর নিক্ষেপে ভাঙল ট্রেনের কাচ

পর্যটকের বাড়তি চাপে ঠাঁই নেই হোটেল-মোটেলে

কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয়শিবিরের ৯ শতাংশ নারী ধর্ষণের শিকার: বিএনপিএস

কক্সবাজারে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদের মনোনয়নপত্র সংগ্রহ

কক্সবাজারে নদীর তীরে মিলল যুবকের মরদেহ

চকরিয়ায় গাছের সঙ্গে ধাক্কা খেল অটোরিকশা, শিশু নিহত