হোম > সারা দেশ > কক্সবাজার

দুই জঙ্গিকে নাইক্ষ্যংছড়ি থানায় সোপর্দ, মামলা

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন বান্দরবানের নাইক্ষ্যংছড়ি পাহাড়ি এলাকায় র‍্যাবের সঙ্গে গোলাগুলির পর অস্ত্র ও গুলিসহ জঙ্গি সংগঠন ‘জামায়তুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার’ দুই শীর্ষ নেতাকে গ্রেপ্তারের ঘটনায় মামলা হয়েছে। এ ছাড়া গ্রেপ্তারকৃত দুই জঙ্গিকে নাইক্ষ্যংছড়ি থানায় সোপর্দ করেছে র‍্যাব।

আজ মঙ্গলবার সকালে কক্সবাজার র‍্যাব-১৫-এর ব্যাটালিয়নের এক সদস্য বাদী হয়ে দুজনের নাম উল্লেখ করে সাতজনকে আসামি করে মামলাটি দায়ের করেন। নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টান্টু সাহা এসব তথ্য নিশ্চিত করেন।

আসামিরা হলেন জামায়তুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার সামরিক শাখার প্রধান ও শুরা সদস্য মাসিকুর রহমান ওরফে রণবীর ওরফে মাসুদ এবং তাঁর সহযোগী বোমা বিশেষজ্ঞ আবুল বাশার ওরফে আলম।

এর আগে সোমবার ভোরে কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-ব্লকে জামায়তুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার এক শীর্ষস্থানীয় নেতাসহ সশস্ত্র সদস্যরা অবস্থান করার খবরে র‍্যাবের একটি দল অভিযান চালায়। এ সময় জঙ্গি সংগঠনের সদস্যরা ক্যাম্প থেকে বেরিয়ে উখিয়া টিভি টাওয়ার হয়ে ইয়াহিয়া গার্ডেনের ভেতর দিয়ে নাইক্ষ্যংছড়ির পাহাড়ের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। সকালে র‍্যাব সদস্যরা জঙ্গিদের ঘেরাও করেন। তখন উভয় পক্ষে গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় র‍্যাব সদস্যরা রণবীর ও তাঁর সহযোগী বোমা বিশেষজ্ঞ বাশারকে দুটি দেশীয় বন্দুক, বিদেশি একটি পিস্তল ও ১১২ রাউন্ড গুলিসহ আটক করে। তাঁদের কাছ থেকে আড়াই লাখ টাকাও পাওয়া যায়। 

ওসি টান্টু সাহা বলেন, ‘অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার জঙ্গি সংগঠনের দুই সদস্যকে র‍্যাব থানায় হস্তান্তর করেছে। মঙ্গলবার সকালে র‍্যাবের এক সদস্য বাদী হয়ে দুজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও পাঁচজনকে আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করেন।’

অভিযানস্থল উখিয়া উপজেলার কুতুপালং এলাকায় হলেও অস্ত্র উদ্ধার এবং জঙ্গি সংগঠনের সদস্যদের গ্রেপ্তারের ঘটনাস্থল বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি পড়েছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামিদের বান্দরবান আদালতে পাঠানো হয়েছে।

পর্যটনের নতুন দুয়ার খুলল কুতুবদিয়ার লাইটহাউস সি-বিচ

নাফ নদ এলাকায় তীব্র গোলাগুলি, গুলি এসে পড়ল বাংলাদেশির বাড়িতে

ইয়াবাসহ ২ নারী গ্রেপ্তার

মিয়ানমারে পাচারকালে ১৫০০ বস্তা সিমেন্টবোঝাই দুটি ট্রলার জব্দ, আটক ২২

টেকনাফে ট্রাকের ধাক্কায় খাদে অটোরিকশা, চালকসহ নিহত ২

টেকনাফের পাহাড় থেকে নারী, শিশুসহ ৭ জন উদ্ধার, আটক তিন মানব পাচারকারী

সমুদ্র উপকূলে ডাকাতের কবলে পড়া ১১ জেলেকে উদ্ধার করল কোস্ট গার্ড

শেখ হাসিনা গণতন্ত্রের সর্বনাশ ঘটিয়ে পালিয়েছে: সালাহউদ্দিন আহমদ

কক্সবাজারে নদীবন্দরের সীমানা নির্ধারণ নিয়ে উত্তেজনা, জমির মালিকানা দাবি করে বিক্ষোভ

বিশেষ চাহিদার শিক্ষার্থীদের জন্য প্রতিটি বিদ্যালয়ে একজন শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হবে: উপদেষ্টা