হোম > সারা দেশ > কক্সবাজার

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের গোলাগুলি, নিহত ১

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি 

টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের গোলাগুলির পর আজ শনিবার ঘটনাস্থলে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ছবি: আজকের পত্রিকা

কক্সবাজারের টেকনাফ উপজেলার নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের গোলাগুলিতে নূর কামাল (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, ডাকাত দলের দুই পক্ষের মধ্যে এই গোলাগুলি হয়। নিহত নূর কামাল নয়াপাড়া ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের আই-ব্লকের বাসিন্দা এবং আবুল কামালের ছেলে। তিনি ডাকাত দলের সদস্য।

রোহিঙ্গা ক্যাম্পের আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত আর্মড পুলিশ ব্যাটালিয়ন-১৬-এর (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি কাউছার সিকদার এসব তথ্য নিশ্চিত করেছেন।

কাউছার সিকদার জানান, শুক্রবার দিবাগত রাত ১টার দিকে নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের আই-ব্লকে ডাকাত নূর কামাল ও খালেক পক্ষের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় নূর কামাল গুলিবিদ্ধ হন। তাঁকে পরিবারের সদস্যরা উদ্ধার করে লেদা ক্যাম্প-২৪ আইওএম হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে দায়িত্বরত এপিবিএন, পুলিশ, আনসার সদস্যসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে নিহত কামালের লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য টেকনাফ মডেল থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, রোহিঙ্গা ক্যাম্পে দুই ডাকাত দলের মধ্যে গোলাগুলি হয়েছে। এতে একজন ডাকাত নিহত হয়েছেন। এপিবিএন তাঁর লাশ উদ্ধার করে সকালে আমাদের কাছে স্থানান্তর করেছে। ওই ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটকের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশুসহ কয়েকজন আহত

টেকনাফে জেলের জালে ধরা পড়ল ১০৯ মণ ছুরি মাছ, ৮ লাখের বেশি টাকায় বিক্রি

মিয়ানমারের দিক থেকে আসা গুলিতে বিদ্ধ বাংলাদেশি জেলে

উখিয়ায় পাহাড় কাটার সময় মাটিচাপায় শ্রমিক নিহত

ভোটের কয়েক দিন রোহিঙ্গা ক্যাম্প সিল করে রাখা হবে: ইসি আবুল ফজল

সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় ১০ দালালসহ ২৭৩ জন আটক

কাফনের কাপড় পাঠিয়ে বিএনপির প্রার্থী শাহজাহান চৌধুরীকে হত্যার হুমকি

জামায়াতের সহকারী সেক্রেটারি আযাদের মনোনয়নপত্র বাতিল

পর্যটন নিয়ে জরিপ: দেশে ভ্রমণে শীর্ষে কক্সবাজার

কক্সবাজারে পর্যটকের ভিড়, থার্টি ফার্স্ট নাইটে ৭ দফা বিধিনিষেধ পুলিশের