হোম > সারা দেশ > কক্সবাজার

মাতামুহুরী নদীতে মিলল নিখোঁজ কিশোরের হাত-পা বাঁধা লাশ

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

মোহাম্মদ মজিব। ছবি: সংগৃহীত

কক্সবাজারের পেকুয়া উপজেলায় মাতামুহুরি নদী থেকে নিখোঁজ এক কিশোরের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম মোহাম্মদ মজিব (১৭)। আজ মঙ্গলবার পেকুয়া সদর ইউনিয়নের সৈকতপাড়া এলাকায় নদীতে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পান।

কিশোর মজিব চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের সিকদারপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। পেশায় সে ব্যাটারিচালিত অটোরিকশাচালক ছিল।

মজিবের ভাই আব্দুল আজিজ বলেন, ‘গতকাল সোমবার সন্ধ্যায় মজিবের সঙ্গে মোবাইল ফোনে সর্বশেষ কথা হয়। তখন সে গাড়ি চালাচ্ছিল। ইফতারের সময় তার বাড়িতে আসার কথা ছিল। কিন্তু সে বাড়িতে না ফেরায় পরে কল দিলে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। বিভিন্ন জায়গায় তাকে খোঁজাখুঁজি করেও পাইনি। আজ মাতামুহুরী নদীতে লাশ পাওয়ার খবর পেয়েছি। টমটম-সংক্রান্ত একটি বিরোধ চলছিল। মজিবের হাত-পা বেঁধে পরিকল্পিতভাবে হত্যা করতে পারে বলে ধারণা করছি।’

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল মোস্তফা বলেন, স্থানীয় লোকজন নদীতে একজনের লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনাটি তদন্তে পুলিশ কাজ করছে। তবে এখনো কোনো মামলা হয়নি।

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের ভাগাড়ে আগুন

টেকনাফ সীমান্তে গুলির প্রতিবাদে সড়ক অবরোধ, নিরাপত্তা দাবি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এবার রোহিঙ্গা যুবক আহত, চমেকে ভর্তি

দুদকের আরেক মামলায় কক্সবাজারের সাবেক পৌর মেয়রের কারাদণ্ড

টেকনাফে পুঁতে রাখা মাইনে উড়ে গেল যুবকের পা

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু গুলিবিদ্ধ, ৫৩ অনুপ্রবেশকারী আটক

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশুসহ কয়েকজন আহত

টেকনাফে জেলের জালে ধরা পড়ল ১০৯ মণ ছুরি মাছ, ৮ লাখের বেশি টাকায় বিক্রি

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের গোলাগুলি, নিহত ১

মিয়ানমারের দিক থেকে আসা গুলিতে বিদ্ধ বাংলাদেশি জেলে