কক্সবাজারের মহেশখালীতে জোয়ারের পানিতে ডুবে দানু মিয়া (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) বেলা ১টার দিকে উপজেলার কুতুবজোম ইউনিয়নের ঘটিভাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া দানু মিয়া ওই এলাকার নুর হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটিভাঙ্গা বাজার থেকে বাড়ি ফেরার পথে দানু মিয়া জোয়ারের পানিতে তলিয়ে যান। এরপর স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হেদায়েত উল্যাহ বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে কয়েক ফুট বৃদ্ধি পেয়েছে। আজ দুপুরে জোয়ারের পানিতে তলিয়ে গিয়ে দানু মিয়া নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।