হোম > সারা দেশ > চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গা সীমান্তে ৩ কেজি সোনাসহ যুবক গ্রেপ্তার

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্তে সোনার বারসহ গ্রেপ্তার মো. আফসার আলী। ছবি: আজকের পত্রিকা

চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্তে সোনার ৩০টি বার ও টুকরো জব্দ করা হয়েছে। যার ওজন তিন কেজির বেশি এবং মূল্য পৌনে ৪ কোটি টাকার অধিক। এ ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযুক্ত যুবকের নাম মো. আফসার আলী (২৮)। তিনি উপজেলার ঝাঝাডাংগা গ্রামের বাসিন্দা। আজ বৃহস্পতিবার বিকেলে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) সুলতানপুর সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এই সোনাসহ আফসারকে আটক করে।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, সোনার একটি চালান সুলতানপুর সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচার হতে পারে। এমন তথ্যের ভিত্তিতে বিশেষ টহল দল ছয়ঘড়িয়া প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন সড়কে মোটরসাইকেল আরোহী এক ব্যক্তিকে আটক করে। পরে তল্লাশি চালিয়ে তাঁর কোমরে পরা কাপড়ের বেল্ট থেকে ছোটবড় ১৬টি সোনার বার এবং ১৪টি ছোট টুকরো জব্দ করা হয়। জব্দ সোনার আনুমানিক ওজন ৩ কেজি ৬ গ্রাম এবং বর্তমান বাজারমূল্য ৩ কোটি ৭৮ লাখ ১৬ হাজার ২০০ টাকা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ঘটনায় আফসারের বিরুদ্ধে দর্শনা থানায় মামলা করা হয়েছে। আর জব্দ সোনার বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

চুয়াডাঙ্গায় যুবককে গলা কেটে হত্যা, মাঠে পড়ে ছিল লাশ

জীবননগর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

সোনা চোরাচালান: অপহৃত পাঁচজন ২৩ দিন পর উদ্ধার, একজনের ৪ আঙুল কাটা

অনলাইনে বিনিয়োগ করে নিঃস্ব ৪ শতাধিক পরিবার

সোনা চোরাচালান: ৫ জনকে অপহরণের মামলায় দুই সন্দেহভাজন গ্রেপ্তার

অন্ধত্বের আঁধার পেরিয়ে আলোর মশাল হয়ে ছুটে চলেছেন চুয়াডাঙ্গার মঙ্গল মিয়া

চুয়াডাঙ্গায় স্ত্রী হত্যার দায়ে পলাতক স্বামীর মৃত্যুদণ্ড

চুয়াডাঙ্গা সীমান্তে ৩১ জনকে বিজিবির কাছে হস্তান্তর বিএসএফের

২৭ লাখ টাকার সোনার বার ও মোটরসাইকেলসহ আটক ১

চুয়াডাঙ্গা হাসপাতাল: অস্ত্রোপচারে মাসের অপেক্ষা