হোম > সারা দেশ > চট্টগ্রাম

পরশুরামে ছুরিকাঘাতে তরুণ নিহত

পরশুরাম (ফেনী) প্রতিনিধি

আব্দুর রহিম। ছবি: সংগৃহীত

ফেনীর পরশুরামে কলেজছাত্র এমরান হোসেন রিফাত (১৯) নামের এক তরুণকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের দক্ষিণ কেতরাঙ্গা গ্রামে রফিকুল ইসলাম রনি (১৮) নামের আরেক তরুণ তাকে হত্যা করে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।

নিহত এমরান হোসেন রিফাত উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের দক্ষিণ কেতরাঙ্গা গ্রামের মো. ইসমাইলের ছেলে। অভিযুক্ত রফিকুল ইসলাম রনি একই গ্রামের হাবিব উল্যাহর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, রাজনীতি নিয়ে বিরোধকে কেন্দ্র করে একই এলাকার রফিকুল ইসলাম রনির সঙ্গে এমরান হোসেন রিফাতের বিরোধ চলছিল। গত ৫ আগস্ট রাতেও রিফাতকে এক দফা মারধর করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে রনি কয়েকজন সহযোগীকে নিয়ে রিফাতের ওপর হামলা করে। একপর্যায়ে ছুরিকাঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে।

স্থানীয় লোকজন রিফাতকে উদ্ধার করে প্রথমে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ফেনী সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে চাইলে পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম আজকের পত্রিকাকে বলেন, এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি চলছে। জিজ্ঞাসাবাদের জন্য স্বপন ও কাসেম নামের দুজনকে আটক করা হয়েছে। রফিকুল ইসলাম রনিকে আটক করার চেষ্টা চলছে।

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাপায় ব্যবসায়ী নিহত

গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার থানায় সেলফি: অব্যাহতির খবর পেয়ে কনস্টেবল অসুস্থ