কুমিল্লার চৌদ্দগ্রামে গৃহবধূ তাছলিমা আক্তার হত্যার ঘটনায় তাঁর স্বামী আমান উল্লাহসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে এ তথ্য জানিয়েছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা।
ওসি বলেন, উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের লনিশ্বর গ্রামে সোমবার রাতে গৃহবধূ তাছলিমা আক্তারকে ইট দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়। এ ঘটনায় গতকাল মঙ্গলবার দুপুরে গৃহবধূর বাবা তনু মিয়া বাদী হয়ে নিহতের স্বামীকে প্রধান আসামি করে তিনজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
ওসি আরও বলেন, পুলিশ রাতেই অভিযান চালিয়ে নিহত তাছলিমার স্বামী আমান উল্লাহকে চট্টগ্রাম থেকে এবং লনিশ্বর গ্রাম থেকে তাঁর ভাতিজা মো. ইমনকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা পুলিশের কাছে স্বীকার করেছেন।