হোম > সারা দেশ > চট্টগ্রাম

চসিক হাসপাতালের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করল পিডিবি, ভোগান্তিতে রোগীরা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বিদ্যুৎ বিল বকেয়া থাকায় চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) পরিচালিত মেমন মাতৃসদন হাসপাতালের সংযোগ বিচ্ছিন্ন করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। এতে ভোগান্তিতে পড়েছে হাসপাতালের রোগীরা। অস্ত্রোপচারের রোগীদের বেশি সমস্যায় পড়তে হচ্ছে।

আজ সোমবার সকাল ১০টায় চট্টগ্রামে আলকরণ ওয়ার্ডের কালীবাড়িসংলগ্ন মেমন মাতৃসদন হাসপাতালের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। বেলা আড়াইটা নাগাদ প্রতিবেদন লেখা পর্যন্ত হাসপাতালে বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক হয়নি।

পিডিবি বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. খোরশেদ আলী চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘হাসপাতালের দুই মাসের বিদ্যুৎ বিল বকেয়া আছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন করার আগে বিল পরিশোধের জন্য নোটিশ দেওয়া হয়। পরে সময়মতো বিল পরিশোধ না করায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।’

হাসপাতালের দায়িত্বশীল ব্যক্তি ও রোগীর স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, ১০০ শয্যাবিশিষ্ট মেমন মাতৃসদন হাসপাতাল মূলত গাইনি ও শিশু চিকিৎসাসেবা দেওয়া হয়। প্রতিদিন হাসপাতালে সাধারণ রোগীদের পাশাপাশি অন্তত সার্জারি রোগীও চিকিৎসা নিতে আসে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার আগে অন্তত হাসপাতালে ৩৫ জন সার্জারি রোগী ছিল। আজ হঠাৎ বিদ্যুৎ বিচ্ছিন্ন করায় রোগীরা দুর্ভোগে পড়েছে। সময়মতো সার্জারি করতে না পারায় রোগীদের অনেকে ঝুঁকির মধ্যে অন্য হাসপাতালে সরিয়ে নেওয়ার খবর পাওয়া গেছে।

মেমন মাতৃসদন হাসপাতালে ইনচার্জ সৈয়দ দিদারুল মনির রুবেল আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের হাসপাতালে ৩৫ জন অস্ত্রোপচারের রোগী আছে। হঠাৎ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ায় রোগীদের সাময়িক সমস্যা হচ্ছে। হাসপাতালে জেনারেটর আছে, সেটা দিয়ে আপাতত বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।’

দিদারুল আরও বলেন, ‘হাসপাতালে যাতে দ্রুত বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়, সে জন্য আমি পিডিবি অফিসে গিয়ে অনুরোধ করেছি। উনারা আমাদের আশ্বস্ত করেছেন। কারণ, আমাদের হাসপাতালে জেনারেটরের ব্যাকআপ দুই ঘণ্টার মতো থাকে।’

বেলা ২টা নাগাদ নাম প্রকাশ না করার শর্তে এক রোগীর স্বজন বলেন, জেনারেটর চালালেও বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন ছিল না। আধঘণ্টা পরপর জেনারেটর ছাড়া হয়। অপারেশন থিয়েটার ও রোগী বহনের লিফট বন্ধ রয়েছে। জেনারেটর বন্ধ হলে হাসপাতালের ভেতর অন্ধকার হয়ে থাকে।

চসিকের বিদ্যুৎ বিভাগ জানায়, পিডিবি থেকে বিদ্যুৎ ব্যবহারের বাবদ যে বিল চসিকের বিদ্যুৎ বিভাগে আসে, সেই বিলগুলো চসিকের সংশ্লিষ্ট বিভাগে উত্থাপন করা হয়। সেখান থেকে বিল পাস হলে চেক আকারে তা পিডিবিকে পরিশোধ করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজকে মেমন মাতৃসদন হাসপাতালের ছাড়াও ওই এলাকায় আরও একাধিক বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে পিডিবি।

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ