হোম > সারা দেশ > নোয়াখালী

বাবার বাড়ি যাওয়ার পথে ট্রেনেই শিশুর জন্ম দিলেন প্রসূতি

নোয়াখালী প্রতিনিধি

ঢাকা থেকে নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনে ছেলেসন্তানের জন্ম দিয়েছেন এক প্রসূতি। অন্তঃসত্ত্বা অবস্থায় স্বামীর সঙ্গে বাবার বাড়ি যাচ্ছিলেন তিনি। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় কুমিল্লা স্টেশনের কাছাকাছি রসুলপুর রেলক্রসিং এলাকায় ট্রেনের ভেতরে জন্ম হয় নবজাতকের। বর্তমানে নবজাতক ও মা দুজনই সুস্থ রয়েছেন বলে জানা গেছে।

বর্তমানে মা ও নবজাতক কুমিল্লা নগরীর শাসনগাছা আল খিদমাহ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি রয়েছে।

প্রসূতি নারীর নাম তানিয়া আক্তার (১৯)। তিনি নরসিংদী জেলার মাধবদী এলাকার এরশাদ মিয়ার স্ত্রী। তানিয়া আক্তারের বাড়ি নোয়াখালীর সদর উপজেলার সোনাপুর এলাকায়।

ট্রেনের যাত্রী ও প্রত্যক্ষদর্শী মাঈন উদ্দিন বাবলু বলেন, ‘নরসিংদী স্টেশন থেকে নোয়াখালীর উদ্দেশে ছেড়ে আসা উপকূল এক্সপ্রেসের ‘খ’ বগির ৪৮-৪৯ নম্বর সিটে ওঠেন এরশাদ-তানিয়া দম্পতি। ট্রেনটি রসুলপুর রেলক্রসিং এলাকায় আসতেই ওই নারীর প্রসবব্যথা শুরু হয়। বিষয়টি জানতে পেরে ট্রেনে কর্তব্যরত গার্ডরা ওই বগির পুরুষ যাত্রীদের অন্য বগিতে সরিয়ে নেন। পরে সেখানে থাকা নারী যাত্রীদের সহযোগিতায় প্রসবের ব্যবস্থা করা হয়। সবার সহযোগিতায় চলন্ত ট্রেনেই নিরাপদে ছেলেসন্তানের জন্ম দেন তানিয়া। পরে ট্রেনটি কুমিল্লা স্টেশনে থামলে ট্রেনে কর্তব্যরতরা দ্রুত মা ও নবজাতককে একটি হাসপাতালে ভর্তি করেন।’

নবজাতকের বাবা এরশাদ মিয়া বলেন, ‘আমার স্ত্রী ও সন্তান দুজনই সুস্থ আছে। বর্তমানে তারা কুমিল্লা আল খিদমাহ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি আছে।’ 

হাসপাতালের চিকিৎসক ডা. বাধন জানান, ‘বর্তমানে মা ও শিশু দুজনই সুস্থ রয়েছে। শিশুটিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।’

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ