হোম > সারা দেশ > বান্দরবান

বান্দরবানে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে, বৃদ্ধ নিহত

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানে ট্রাক খাদে পড়ে আহম্মদ রশিদ (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে বান্দরবান-কেরানীহাট সড়কের মৃত্তিকা অফিস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধ পৌর এলাকার কালাঘাটার মৃত আব্দুল হাকিমের ছেলে। আহতেরা হলেন—জয়নাল (৩৮) ও আবুল হাশেম (৩০)। আহতেরা একই এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, বান্দরবান-কেরানীহাট সড়কের মৃত্তিকা অফিসের পাশে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ট্রাকে থাকা তিনজন গুরুতর আহত হন। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ সময় চিকিৎসক আহম্মদ রশিদকে মৃত ঘোষণা করেন।

বান্দরবান ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত সিনিয়র স্টেশন অফিসার সাইদুর রহমান জানান, ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল জানান, মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান আছে।

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম