হোম > সারা দেশ > কুমিল্লা

কুবিতে আসন ফাঁকা রেখেই প্রথম বর্ষের ক্লাস শুরু মঙ্গলবার

কুবি প্রতিনিধি 

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক। ছবি: সংগৃহীত

৫১ আসন ফাঁকা রেখে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ক্লাস আগামীকাল মঙ্গলবার শুরু হচ্ছে। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন মোবাইল ফোনে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, ‘এ’ ইউনিটের গণিত বিভাগে ১২টি, পদার্থবিজ্ঞান বিভাগে একটি, পরিসংখ্যান বিভাগে ৮টি, রসায়ন বিভাগে ২টি, ফার্মেসি বিভাগে একটি এবং সিএসই বিভাগে একটিসহ মোট ২৫টি আসন ফাঁকা রয়েছে।

‘বি’ ইউনিটের বাংলা বিভাগে ২টি, নৃবিজ্ঞান বিভাগে ৬টি, প্রত্নতত্ত্ব বিভাগে ৯টিসহ মোট ১৭টি আসন ফাঁকা রয়েছে।

‘সি’ ইউনিটের মার্কেটিং বিভাগে ৭টি, ব্যবস্থাপনা শিক্ষা ও ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগে একটি করে মোট ৯টি আসন ফাঁকা রয়েছে।

এ বিষয়ে অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘স্বতন্ত্রভাবে পরীক্ষা নিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় আগামীকাল প্রথম বর্ষের ক্লাস শুরু করতে যাচ্ছে। নবীনদের মঙ্গল কামনা করছি এবং সুস্বাগত জানাচ্ছি।’

মাইগ্রেশন প্রসঙ্গে তিনি বলেন, এটি ভর্তি কমিটি আলোচনা করে সিদ্ধান্ত নেবে।

উল্লেখ্য, গুচ্ছ অধিভুক্ত ভর্তি পরীক্ষা থেকে সরে এসে এবারে স্বতন্ত্র ভর্তি পরীক্ষা নেয় বিশ্ববিদ্যালয়টি। গত ১৯ এপ্রিল সকাল ১০টায় ‘সি’ ইউনিটের (ব্যবসায় শিক্ষা অনুষদ) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

এরপর ৩ মে সকাল ১০টায় ‘এ’ ইউনিটের (বিজ্ঞান অনুষদ) এবং একই দিন বেলা ৩টায় ‘বি’ ইউনিটের (কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদ) পরীক্ষা হয়েছে।

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ