হোম > সারা দেশ > চাঁদপুর

চাঁদপুরে সাবেক পৌর চেয়ারম্যানসহ ৩ জন গ্রেপ্তার

চাঁদপুর প্রতিনিধি

ইউসুফ গাজী। ছবি: সংগৃহীত

চাঁদপুরে পৃথক অভিযানে পৌরসভার সাবেক চেয়ারম্যান ইউসুফ গাজীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গতকাল শুক্রবার রাতে গোয়েন্দা পুলিশ ও যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ইউসুফ গাজী জেলা আওয়ামী লীগের সহসভাপতি। বাকিরা হলেন পৌরসভার ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক হজু ব্যাপারী ও যুগ্ম সম্পাদক রাসেল গাজী।

আজ শনিবার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ইউসুফ গাজীকে গতকাল রাতে শহরের মুখার্জি ঘাট নিজবাসা থেকে গ্রেপ্তার করা হয়। পরে সদর মডেল থানায় হস্তান্তর করা হয়। একই রাতে গ্রেপ্তার করা হয় যুবলীগের ওই দুই নেতাকে।

ওসি মো. বাহার মিয়া বলেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ইউসুফ গাজী ও হজু ব্যাপারীর বিরুদ্ধে থানায় নাশকতার মামলা রয়েছে। তবে রাসেল গাজীকে গ্রেপ্তার করা হয়েছে মাদক মামলায়। গ্রেপ্তার তিনজনকেই জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হবে।

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল