হোম > সারা দেশ > চট্টগ্রাম

বঙ্গবন্ধু টানেল সড়কে সেলফি তোলার সময় অটোরিকশার ধাক্কায় আহত ৬ 

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের বঙ্গবন্ধু টানেল সংযোগ সড়কের মাঝপথে প্রাইভেট কার থামিয়ে সেলফি তোলার সময় নিয়ন্ত্রণহীন একটি সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় ছয়জন গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে সেতুর আনোয়ারা প্রান্তে এই দুর্ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন আনোয়ারা উপজেলার হাজীগাঁও এলাকার কাজীবাড়ির সিএনজিচালিত অটোরিকশাচালক মো. সিহাব (২২), আফরান (১৯), সামীর মাহমুদ (২০) ও মো. তানভীর (২৫)। তাঁরা পারকি সমুদ্রসৈকতে ইফতার পার্টি শেষে বাড়ি ফিরছিলেন।

অন্যদিকে সড়কে কার থামিয়ে সেলফি তোলা আরজি (২৩) ও মিছবাহও (২৬) গুরুতর আহত হন। তাঁরা সন্দীপের বাসিন্দা। চট্টগ্রাম শহরে থাকেন বলে জানা গেছে।

আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত চিকিৎসক উচ্ছ্বাস কারণ বলেন, দুর্ঘটনায় ছয়জন গুরুতর আহত হয়েছে। এখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত তানভীরের চাচাতো ভাই কাজী শাহরিয়ার তানিক বলেন, ‘তারা সড়কের মাঝপথে গাড়ি থামিয়ে গ্লাস নামিয়ে ছবি তুলছিল। এদিকে অটোরিকশার গতি বেশি থাকায় কারের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। আসলে এই সড়কে কোনো নিয়মকানুন নেই। নেই কোনো ট্রাফিকব্যবস্থা। তাই যে যার মতো করে সড়কে গাড়ি থামিয়ে আড্ডা দিচ্ছে, ছবি তুলছে, যার যা ইচ্ছা করে যাচ্ছে।’

এ বিষয়ে জানতে চাইলে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘সড়কটি টানেল কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে। তবে এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাইনি।’

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত