হোম > সারা দেশ > চট্টগ্রাম

বঙ্গবন্ধু টানেল সড়কে সেলফি তোলার সময় অটোরিকশার ধাক্কায় আহত ৬ 

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের বঙ্গবন্ধু টানেল সংযোগ সড়কের মাঝপথে প্রাইভেট কার থামিয়ে সেলফি তোলার সময় নিয়ন্ত্রণহীন একটি সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় ছয়জন গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে সেতুর আনোয়ারা প্রান্তে এই দুর্ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন আনোয়ারা উপজেলার হাজীগাঁও এলাকার কাজীবাড়ির সিএনজিচালিত অটোরিকশাচালক মো. সিহাব (২২), আফরান (১৯), সামীর মাহমুদ (২০) ও মো. তানভীর (২৫)। তাঁরা পারকি সমুদ্রসৈকতে ইফতার পার্টি শেষে বাড়ি ফিরছিলেন।

অন্যদিকে সড়কে কার থামিয়ে সেলফি তোলা আরজি (২৩) ও মিছবাহও (২৬) গুরুতর আহত হন। তাঁরা সন্দীপের বাসিন্দা। চট্টগ্রাম শহরে থাকেন বলে জানা গেছে।

আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত চিকিৎসক উচ্ছ্বাস কারণ বলেন, দুর্ঘটনায় ছয়জন গুরুতর আহত হয়েছে। এখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত তানভীরের চাচাতো ভাই কাজী শাহরিয়ার তানিক বলেন, ‘তারা সড়কের মাঝপথে গাড়ি থামিয়ে গ্লাস নামিয়ে ছবি তুলছিল। এদিকে অটোরিকশার গতি বেশি থাকায় কারের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। আসলে এই সড়কে কোনো নিয়মকানুন নেই। নেই কোনো ট্রাফিকব্যবস্থা। তাই যে যার মতো করে সড়কে গাড়ি থামিয়ে আড্ডা দিচ্ছে, ছবি তুলছে, যার যা ইচ্ছা করে যাচ্ছে।’

এ বিষয়ে জানতে চাইলে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘সড়কটি টানেল কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে। তবে এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাইনি।’

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের