হোম > সারা দেশ > চট্টগ্রাম

নিখোঁজের ১১ দিন পরেও সন্ধান মেলেনি মাদ্রাসার ২ শিক্ষার্থীর

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ফকিরনীর হাটের  দারুল আরকাম তাহফিজুল কোরআন মাদ্রাসা থেকে দুই শিক্ষার্থী নিখোঁজ হওয়ার ১১ দিনেও খোঁজ মেলেনি। গত ১৭ সেপ্টেম্বর রাতে বাইরে ময়লা ফেলানোর কথা বলে মাদ্রাসার পরিচালকের কাছ থেকে গেটের চাবি নিয়ে তারা পালিয়ে যায়। 

নিখোঁজ শিক্ষার্থীরা হলেন, আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ গ্রামের মোজাফ্ফর আহমদের পুত্র মোজাম্মেল হক মিরাজ (১৪) ও চকরিয়া উপজেলার বদরখালী গ্রামের মো. ফেরদৌস আহমদের পুত্র মোহাম্মদ সাগর (১৫)। এ ঘটনায় নিখোঁজ শিক্ষার্থীর পরিবার বাদী হয়ে কর্ণফুলী থানায় পৃথক সাধারণ ডায়েরি করেছেন। 

অভিযোগ সূত্রে জানা যায়, কর্ণফুলী উপজেলার ফকিরনীর হাট এলাকার মারকাজুল কোরআন তাহফিজুল কোরআন মাদ্রাসায় পড়তেন নিখোঁজ হওয়া দুই শিক্ষার্থী। তাদের একজনের হিফজ সম্পন্ন হয়েছে অপরজন হিফজ শেষ পর্যায়ে রয়েছে। দীর্ঘ কয়েক বছর যাবৎ তারা এই মাদ্রাসায় অধ্যয়ন করে আসছেন। গত ১৭ সেপ্টেম্বর রাতে শিক্ষার্থীরা সবাই ঘুমিয়ে পড়লে ময়লা ফেলার কথা বলে মাদ্রাসার পরিচালক থেকে চাবি নিয়ে বাইরে বের হয়। দীর্ঘক্ষণ না আসায় ভেতরে দাঁড়িয়ে থাকা অপর শিক্ষার্থী বিষয়টি মাদ্রাসার পরিচালককে জানান। পরে রাতে তাদেরকে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। পরদিন তাদের অভিভাবকেরা মাদ্রাসায় আসার পর সবখানে খোঁজ করে না পেয়ে মাদ্রাসার পরিচালকসহ গিয়ে কর্ণফুলী থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি করেন। 

নিখোঁজ শিক্ষার্থী মিরাজের পিতা মোজাফ্ফর আহমদ বলেন, আমার ছেলে দীর্ঘ চার বছর এই মাদ্রাসায় লেখাপড়া করছেন। এ ধরনের ঘটনা আগে কখনো ঘটেনি। গত ১৮ সেপ্টেম্বর সকালে মাদ্রাসা থেকে বলা হয় আমার ছেলে পালিয়ে গেছে। এরপরে আমরা সব জায়গায় খুঁজেছি। এখনো কোনো খবর পাইনি। 

মাদ্রাসার পরিচালক হাফেজ মোহাম্মদ শফি বলেন, এরা আমার মাদ্রাসার সবচেয়ে পুরোনো ছাত্র। তাদের ওপর একটা বিশ্বস্ততা ছিল। প্রতিদিন আমার ছেলের উপস্থিতিতে বাইরে ময়লা ফেলা হয়। ঘটনার দিন আমার ছেলে কী কাজে বাইরে ছিলেন। এই সুযোগে তারা আমার কাছ থেকে আমার ছেলের নাম করে চাবি নিয়ে পালিয়ে যায়। 

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন,  এ ঘটনায় নিখোঁজ শিক্ষার্থীর অভিভাবক বাদী হয়ে থানায় সাধারণ ডায়েরি করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে। 

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী

চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট

এক হাজার লিটার ডিজেল, ৬৫০ বস্তা সিমেন্টসহ আটক ১১

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, এক কর্মচারী নিহত; ১৫ জন জীবিত উদ্ধার

সীতাকুণ্ডে জমির সীমানা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল