হোম > সারা দেশ > ফেনী

ফেনীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় পুলিশ সদস্য নিহত

ফেনী প্রতিনিধি

ফেনীর রামপুর এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় মোতাহের বিল্লাহ নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রামপুর রাস্তার মাথা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় আসাদুল ইসলাম নামে আরেক সদস্য আহত হয়েছেন। 

নিহত মোতাহের বিল্লাহ কুমিল্লার চৌদ্দগ্রাম থানার কোমার ডোবা এলাকার আবদুর রহিমের ছেলে। আহত আসাদুল ইসলাম একই জেলার মুরাদনগর থানার তাহের মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মহাসড়কের নিরাপত্তা জোরদার করতে পুলিশের একটি দল ফেনীর রামপুর এলাকায় কর্মরত ছিল। এ সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী দ্রুতগামী একটি কাভার্ডভ্যান পেছন থেকে পুলিশের পিকআপ ভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এতে পুলিশ সদস্য মোতাহের বিল্লাহ ও আসাদুল ইসলাম গুরুতর আহত হন। এ সময় আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোতাহের বিল্লাহকে মৃত ঘোষণা করেন। অপর পুলিশ সদস্যকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। 

এ বিষয়ে মহিপাল মহাসড়ক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সামাদ পিপিএম বলেন, ধাওয়া করে ঘাতক কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়। তবে চালক পালিয়ে যান।

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ

বিষপানে গৃহবধূর মৃত্যু, হাসপাতালে দেওয়া ভিডিও বার্তায় স্বামী-শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ