হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

কারেন্ট জাল কারখানা থেকে নিষিদ্ধ চান জেলেরা

মিসু সাহা নিক্কন, রামগতি (লক্ষ্মীপুর)

সাগর-নদীতে প্রশাসনের পক্ষ থেকে প্রায়ই অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ করা হয়। তারপর সেসব পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় কারেন্ট জাল দিয়ে মাছ ধরার অপরাধে অনেক জেলেকে জেল-জরিমানাও করা হয়। কারেন্ট জালের ব্যবহার বন্ধে প্রশাসনের নানামুখী তৎপরতা থাকলেও এর উৎপাদন বন্ধে তেমন কোনো উদ্যোগ নেই।

দেশের জলজ পরিবেশ ও প্রাণীর জন্য ক্ষতিকর কারেন্ট জাল কারখানায় তৈরি হয়ে ঢাকার বাজার হয়ে সারা দেশে ছড়িয়ে পড়ছে। এসব জাল কারখানায় উৎপাদনে কেউ তেমন বাধা দেয় না। মাঝেমধ্যে নদী ও খাল-বিলে ব্যবহারের সময় অভিযানে ধরা হয় এসব জাল। গত ২৫ ফেব্রুয়ারি রামগতি উপজেলার আলেকজান্ডার মাছঘাটে শতাধিক নৌকা দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। এ সময় ৬৫টি নৌকা খুঁজে ৪৩ টিতেই কারেন্ট জাল পাওয়া গেছে।

প্রায় ২০ বছর আগে আইন করে মাছ ধরতে কারেন্ট জালের ব্যবহার নিষিদ্ধ করা হয়। ইলিশসহ দেশের বিভিন্ন প্রজাতির মাছ হুমকির মুখে থাকায় এ পদক্ষেপ নেওয়া হয়। এই পদক্ষেপ বেশ কাজেও দিয়েছে। এই পদক্ষেপের ফলে নদীতে ইলিশের উৎপাদন বেড়েছে। নিষেধাজ্ঞার কারণে নদীতে জেলেদের নৌকায় প্রায় সময় অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ করে তা পুড়িয়ে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মৎস্য বিভাগ। মাঝেমধ্যে জরিমানা দেওয়ার পাশাপাশি জেলও খাটে জেলে ও নদীপারের জাল ব্যবসায়ীরা।

কারেন্ট জাল জেলেদের কাছে নিষিদ্ধ মাদকের মতো বলে মনে করেন রামগতি মাছঘাটের রফিক মাঝি। তিনি বলেন, কারেন্ট জাল কারখানায় উৎপাদন হচ্ছে, বাজারে বিক্রি হচ্ছে; তাই জেলেরা নিষিদ্ধ জেনেও কারেন্ট জাল কিনছে। লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মেঘনাপারের জেলে ও ব্যবসায়ীরা কারেন্ট জাল কারাখানা থেকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন।

নিষিদ্ধ জেনেও জেলেরা কেন এ জাল কিনছে তা জানতে রামগতির বিভিন্ন ঘাটের ১০-১২ জন জেলের সঙ্গে কথা হয়। তাঁরা বলেন, এ জাল পানিতে দেখা যায় না। তাই এ ধরনের জাল এড়িয়ে চলা মাছের পক্ষে কঠিন। এ জালে ছোট-বড় সব মাছ ধরা পড়ে। সহজে বহনযোগ্য, ওজন কম এবং সুতার জালের তুলনায় প্রতি কেজিতে দৈর্ঘ্য বেশি হওয়ায় এ জাল জেলেদের প্রিয়।

টাংকীঘাটের জেলে আবদুল মতিন বলেন, কারখানায় উৎপাদন বন্ধ হলে নৌ পুলিশ, কোস্টগার্ডের আর অভিযান চালাতে হবে না। জেলেরাও বেঁচে যাবে। তাদের জাল-নৌকা রক্ষা পাবে। উৎপাদন না থাকলে জেলেরা অন্য জাল ব্যবহারে উৎসাহী হবে।

আলেকজান্ডার ঘাটের জেলেদের সঙ্গে কথা বলে জানা গেছে, আগে জেলেরা শুধু কারেন্ট জাল ব্যবহার করত। তবে এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ এড়িয়ে চলতে চিকন সুতার জালের সঙ্গে কারেন্ট জাল মিশিয়ে ব্যবহার করে তারা।

জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা জসিম উদ্দিন বলেন, ‘নদীতে আমরা অভিযান চালাই। কিন্তু উৎপাদন বন্ধ করতে না পারলে এটা পুরোপুরি বন্ধ করা যাবে না।’

লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তা আমিনুর ইসলাম বলেন, গত বছরের অক্টোবরে ২২ দিন মা ইলিশ সংরক্ষণ অভিযানে লক্ষ্মীপুর জেলা মৎস্য বিভাগ ২৭০টি অভিযান পরিচালনা করে ২৭টি মামলা করে। এ সময় সাড়ে ২৫ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে দেওয়া হয়। যার বাজার মূল্য প্রায় সাড়ে ৪ কোটি টাকা।

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট

এক হাজার লিটার ডিজেল, ৬৫০ বস্তা সিমেন্টসহ আটক ১১

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন, এক কর্মচারী নিহত; ১৫ জন জীবিত উদ্ধার

সীতাকুণ্ডে জমির সীমানা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান