হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে এক দিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৯ জন মারা গেছেন। একই সময়ে ৭১৩ জনের করোনা শনাক্ত হয়েছে, যা এক দিনে রেকর্ড শনাক্ত। পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ৩৪ শতাংশের কম। গতকাল ছিল ৩৭ শতাংশের বেশি। এর আগে মঙ্গলবার (৬ জুলাই) সর্বোচ্চ ৬৬২ জনের করোনা শনাক্ত হয়েছিল। 

আজ বৃহস্পতিবার জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে পাঠানো সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় ২ হাজার ১০৯ জনের করোনা পরীক্ষা করা হয়। এতে ৭১৩ জনের করোনা পজিটিভ আসে। শনাক্ত ব্যক্তিদের মধ্যে শহরের ৪৭৭ জন এবং বিভিন্ন উপজেলার ২৩৬ জন। উপজেলার মধ্যে সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে হাটহাজারীতে ৫৮ জন ও সীতাকুণ্ডে ৩৩ জন।  

আগের দিন বুধবার ৬১১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এ সময় মারা যান চারজন। মঙ্গলবার এই জেলায় ১ হাজার ৮৯০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ৬৬২ জনের করোনা পজিটিভ আসে। আর মৃত্যু হয় ৯ জনের।  

চট্টগ্রামে এখন পর্যন্ত ৬২ হাজার ৯১৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরের ৪৮ হাজার ৭৭২ এবং অন্যান্য উপজেলার ১৪ হাজার ১৪১ জন।  

এখন পর্যন্ত চট্টগ্রামে করোনায় মারা গেছেন ৭৪৪ জন। এর মধ্যে নগরের ৪৮৬ এবং বিভিন্ন উপজেলার ২৫৩ জন। 

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

এনসিপি নেতার ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ বৈষম্যবিরোধীদের, ১০ কিমি. যানজট

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধ ৩৩০ ‘দুষ্কৃতকারী’, কারা তারা

‘ব্যাংক অ্যাকাউন্ট নেই’ দাবি করা জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীর ব্যাংকে ১০ লাখ টাকা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভুয়া শিক্ষার্থী আটক

চট্টগ্রাম রেলওয়ে: ল্যান্ডক্রুজারে অফিসে যান দ্বিতীয় শ্রেণির কর্মচারী

রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের বাড়াতে হবে: আমীর খসরু

কুমিল্লায় র‍্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া চায়নিজ রাইফেল উদ্ধার

রাঙামাটিতে গাছবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত ২, আহত ১