হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লায় মাদক মামলায় ৫ জনের যাবজ্জীবন

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে রাখার দায়ে পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক বেগম সেলিনা আক্তার এ রায় দেন। 

বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট মো. মজিবুর রহমান বাহার। 

অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট, ফেনসিডিল ও গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে রাখার দায়ে পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন কুমিল্লার আদালত। 

মামলার বিবরণে জানা গেছে, ২০১৭ সালের ১৪ জুন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিয়ারবাজারের শীতলিয়া এলাকার অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় মো. নবীর হোসেন নবী, মো. মফিজুর রহমান, বাহার মিয়া, মো. সাহেদ হোসেন ও আবদুল কুদ্দুসকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি বন্দুক, তিনটি কার্তুজ, পাঁচ হাজার ইয়াবা, এক হাজার বোতল ফেনসিডিল ও ২০০ কেজি গাঁজা জব্দ করা হয়। আজ আদালত তাঁদের যাবজ্জীবন কারাদণ্ড দেন। 

এ ব্যাপারে জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক মো. মেহেদী হাসান খান বাদী হয়ে মামলা করেন। 

অতিরিক্ত সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট মো. মজিবুর রহমান বাহার বলেন, মামলার ১৩ জন সাক্ষীর মধ্যে নয়জনের সাক্ষ্য গ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাঁদের এ সাজা দেওয়া হয়। রায় ঘোষণার সময় আসামিরা উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ