হোম > সারা দেশ > বান্দরবান

বান্দরবানে পর্যটককে ছুরিকাঘাতের ঘটনায় গ্রেপ্তার ২

বান্দরবান প্রতিনিধি

বান্দরবান শহরের মেঘলা পর্যটনকেন্দ্রে পর্যটককে ছুরিকাঘাত করে মোবাইল ফোন ও টাকা ছিনতাইয়ের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

আজ বৃহস্পতিবার তাঁদের জেলা শহরের মেঘলা পর্যটন এলাকার চাকমাপাড়ার মিলন চাকমার বাসা থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় পর্যটকদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া মোটরসাইকেলের কাগজপত্র, মানিব্যাগ, ধারালো কাঁচি ও দা উদ্ধার করা হয়। 

গ্রেপ্তার দুজন হলেন আব্দুর রহমান (২৮) ও মহিউদ্দিন (২২)। তাঁরা জেলা শহরের হাফেজঘোনা ও চাকমাপাড়া এলাকার বাসিন্দা। 

পুলিশ জানায়, এ ঘটনায় বান্দরবান সদর থানায় পর্যটকের স্ত্রী রিতু আক্তার বাদী হয়ে মামলা দায়ের করলে ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে মাঠে নামে পুলিশ। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তার, টাকা ও মোবাইল ফোন উদ্ধারে অভিযান অব্যাহত আছে। 

জেলা পুলিশ সুপার সৈকত শাহীন বলেন, সদর থানার পুলিশ ও জেলা গোয়েন্দা দল ঘটনার পরপর জড়িতদের ধরতে অভিযানে নামে। পর্যটকদের নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। 

গত ১৮ ডিসেম্বর বিকেলে মেঘলা পর্যটনকেন্দ্রের কেব্‌ল কার পয়েন্টের ওপরের দোকানঘর এলাকায় পর্যটক তসলিম উদ্দিনকে (২৫) পেটে ছুরিকাঘাত করে মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেয়। তাঁকে স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে, পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার