হোম > সারা দেশ > চট্টগ্রাম

চসিকের প্রকৌশলীকে হামলা: মামলার তদন্ত করবে ডিবি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রকল্প পরিচালক ও নির্বাহী প্রকৌশলী গোলাম ইয়াজদানীর ওপর হামলার মামলাটির তদন্তভার মহানগর পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) ন্যস্ত করা হয়েছে। আজ মঙ্গলবার চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার কৃষ্ণপদ রায় এ নির্দেশনা দিয়েছেন। মামলার নিবিড় তদন্তের স্বার্থে এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে। 

এর আগে গতকাল সোমবার মামলার চার আসামিকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন মহানগর ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মেহনাজ রহমান। খুলশী থানা-পুলিশকে দেওয়া সেই আদেশ অনুযায়ী গতকাল পর্যন্ত আসামিদের জিজ্ঞাসাবাদ শুরু হয়নি। এ বিষয়ে ডিবির উপকমিশনার নিহাদ আদনান তাইয়ান জানান, মামলার তদন্তভার ডিবির হাতে ন্যস্ত করার জন্য সিএমপি কমিশনার নির্দেশ দিয়েছেন। ফলে আলোচিত মামলাটির তদন্তের কাজ এখন ডিবি করবে। 

এ নিয়ে জানতে চাইলে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা বলেন, ‘মামলাটি তদন্তের জন্য ডিবির হাতে হস্তান্তর করতে আমরা সার্বিকভাবে প্রস্তুতি সম্পন্ন করেছি।’ 

গত রোববার বেলা সাড়ে তিনটার দিকে নগরের খুলশী থানার টাইগারপাস এলাকায় চসিকের অস্থায়ী কার্যালয়ে এক দল ঠিকাদারের নেতৃত্বে প্রকল্প পরিচালক গোলাম ইয়াজদানীর ওপর হামলা চালানো হয়। এ সময় অভিযুক্ত ব্যক্তিরা প্রকল্প পরিচালকের কার্যালয় চসিকের চতুর্থ তলার ৪১০ নম্বর কক্ষ ভাঙচুর করেন। তাঁরা দেশীয় অস্ত্র দিয়ে গোলাম ইয়াজদানীকে পিটিয়ে রক্তাক্ত করেন। এ ঘটনায় রোববার দিবাগত রাতে চসিকের নিরাপত্তা কর্মকর্তা মো. কামাল উদ্দিন বাদী হয়ে খুলশী থানায় মামলা করেন। মামলায় ১০ জনকে আসামি করা হয়। এর মধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত

হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ, দুর্ভোগ

দরপত্র ছাড়াই ভাড়া ২৪ শতাংশ জমি

চট্টগ্রামে ঝুলে আছে একটি আসন, অপেক্ষায় বিএনপির ১১ মনোনয়নপ্রত্যাশী

চট্টগ্রামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জিপিএইচ ইস্পাত

বান্ধবীর সঙ্গে দেখা করতে এসে গ্রেপ্তার ছাত্রলীগ কর্মী

হাদি হত্যাকাণ্ড: চট্টগ্রামে নিউমার্কেট চত্বরে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি চলছে, সড়কে যানজট