হোম > সারা দেশ > চট্টগ্রাম

চসিকের প্রকৌশলীকে হামলা: মামলার তদন্ত করবে ডিবি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রকল্প পরিচালক ও নির্বাহী প্রকৌশলী গোলাম ইয়াজদানীর ওপর হামলার মামলাটির তদন্তভার মহানগর পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) ন্যস্ত করা হয়েছে। আজ মঙ্গলবার চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার কৃষ্ণপদ রায় এ নির্দেশনা দিয়েছেন। মামলার নিবিড় তদন্তের স্বার্থে এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে। 

এর আগে গতকাল সোমবার মামলার চার আসামিকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন মহানগর ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মেহনাজ রহমান। খুলশী থানা-পুলিশকে দেওয়া সেই আদেশ অনুযায়ী গতকাল পর্যন্ত আসামিদের জিজ্ঞাসাবাদ শুরু হয়নি। এ বিষয়ে ডিবির উপকমিশনার নিহাদ আদনান তাইয়ান জানান, মামলার তদন্তভার ডিবির হাতে ন্যস্ত করার জন্য সিএমপি কমিশনার নির্দেশ দিয়েছেন। ফলে আলোচিত মামলাটির তদন্তের কাজ এখন ডিবি করবে। 

এ নিয়ে জানতে চাইলে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা বলেন, ‘মামলাটি তদন্তের জন্য ডিবির হাতে হস্তান্তর করতে আমরা সার্বিকভাবে প্রস্তুতি সম্পন্ন করেছি।’ 

গত রোববার বেলা সাড়ে তিনটার দিকে নগরের খুলশী থানার টাইগারপাস এলাকায় চসিকের অস্থায়ী কার্যালয়ে এক দল ঠিকাদারের নেতৃত্বে প্রকল্প পরিচালক গোলাম ইয়াজদানীর ওপর হামলা চালানো হয়। এ সময় অভিযুক্ত ব্যক্তিরা প্রকল্প পরিচালকের কার্যালয় চসিকের চতুর্থ তলার ৪১০ নম্বর কক্ষ ভাঙচুর করেন। তাঁরা দেশীয় অস্ত্র দিয়ে গোলাম ইয়াজদানীকে পিটিয়ে রক্তাক্ত করেন। এ ঘটনায় রোববার দিবাগত রাতে চসিকের নিরাপত্তা কর্মকর্তা মো. কামাল উদ্দিন বাদী হয়ে খুলশী থানায় মামলা করেন। মামলায় ১০ জনকে আসামি করা হয়। এর মধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ

বিষপানে গৃহবধূর মৃত্যু, হাসপাতালে দেওয়া ভিডিও বার্তায় স্বামী-শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

এনসিপি নেতার ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ বৈষম্যবিরোধীদের, ১০ কিমি যানজট

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধ ৩৩০ ‘দুষ্কৃতকারী’, কারা তারা

‘ব্যাংক অ্যাকাউন্ট নেই’ দাবি করা জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীর ব্যাংকে ১০ লাখ টাকা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভুয়া শিক্ষার্থী আটক

চট্টগ্রাম রেলওয়ে: ল্যান্ডক্রুজারে অফিসে যান দ্বিতীয় শ্রেণির কর্মচারী