হোম > সারা দেশ > কক্সবাজার

রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র সরবরাহের অভিযোগে আটক ৩ 

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার রোহিঙ্গা আশ্রয়শিবিরে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মির (আরসা) কাছে অস্ত্র সরবরাহের অভিযোগে তিন ব্যক্তিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। আজ বৃহস্পতিবার চকরিয়া উপজেলার বড় ভেওলা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।  

এ সময় তাঁদের কাছ থেকে তিনটি এক নলা বন্দুক, একটি দুই নলা বন্দুক ও অস্ত্র বিক্রয়ের নগদ এক লাখ ৫ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়। আটকেরা হলেন-মোক্তার আহমদ (৫২), আব্দুর রহিম (৪০), মো. এনামুল হক (৩৮)। তাঁরা মহেশখালী ও চকরিয়ার বাসিন্দা। 
 
বিকেলে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ এর অধিনায়ক লে কর্নেল সাইফুল ইসলাম সুমন। 

তিনি বলেন, ‘গোপন সংবাদে জানা যায় কতিপয় অস্ত্র ব্যবসায়ী মহেশখালী থেকে সিএনজি অটোরিকশা যোগে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আরসার সন্ত্রাসী গ্রুপের কাছে অস্ত্র সরবরাহের উদ্দেশ্যে রওনা করেছে। এমন সংবাদের ভিত্তিতে চকরিয়ার পূর্ব বড় ভেওলা লাল ব্রিজ এলাকায় চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালানো হয়। 

এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় চালকসহ তিনজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে তিনটি একনলা বন্দুক, একটি দুই নলা বন্দুক, চারটি আগ্নেয়াস্ত্র ও অস্ত্র বিক্রয়ের নগদ এক লাখ পাঁচ হাজার টাকা, এটিএম কার্ড, এনআইডি কার্ড উদ্ধার করা হয়।’  

র‍্যাবের অধিনায়ক বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে মহেশখালী ও চকরিয়া থানা এলাকায় গোপনে অবৈধ অস্ত্রের ব্যবসা পরিচালনা করে আসছে বলে স্বীকার করেছে। এ ছাড়া রোহিঙ্গা ক্যাম্পে আরসার সন্ত্রাসী গ্রুপের সদস্যসহ বিভিন্ন দুষ্কৃতকারীদের কাছে নিয়মিত অস্ত্র বিক্রয় করে আসছে।’ 

উদ্ধার করা অস্ত্রসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা।

২০ বছর পর চট্টগ্রামে আসছেন তারেক রহমান, উৎসবের আমেজ

চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ

বিষপানে গৃহবধূর মৃত্যু, হাসপাতালে দেওয়া ভিডিও বার্তায় স্বামী-শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর ওপর হামলা নিয়ে যা বললেন বিএনপি প্রার্থী

এনসিপি নেতার ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ বৈষম্যবিরোধীদের, ১০ কিমি যানজট

চট্টগ্রামে ‘দুষ্কৃতকারী’র তালিকায় সাবেক মন্ত্রী–মেয়র, আ.লীগ–বিএনপি নেতা, আছেন চিন্ময় কৃষ্ণও

চট্টগ্রাম নগরীতে নিষিদ্ধ ৩৩০ ‘দুষ্কৃতকারী’, কারা তারা

‘ব্যাংক অ্যাকাউন্ট নেই’ দাবি করা জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীর ব্যাংকে ১০ লাখ টাকা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভুয়া শিক্ষার্থী আটক

চট্টগ্রাম রেলওয়ে: ল্যান্ডক্রুজারে অফিসে যান দ্বিতীয় শ্রেণির কর্মচারী